ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ

ফ্রান্সে তৈরি হবে ব্রিটিশ পাসপোর্ট !

  • আপডেট সময় ০৫:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
  • ৮৯৯ বার পড়া হয়েছে

ব্রিটিশ পাসপোর্ট সমূহ বর্তমানে যেভাবে তৈরি করা হয় একইভাবে ব্রেক্সিট পরবর্তীতে নতুন পাসপোর্ট তৈরী হবে ফ্রান্স থেকে। বর্তমান লাল পাসপোর্ট ১৯৮৮ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। তবে আবারো নতুন নীল এবং সোনালী কালারের পাসপোর্ট ব্যবহৃত হবে ২০১৯ সালের অক্টোবর থেকে।
ব্রিটিশ পাসপোর্ট প্রস্তুতকারী কোম্পানী ডি লে রুয়ে এর প্রধান, বিবিসিকে জানিয়েছেন ফ্রাংকো ডাচ ফার্ম ‘জেমাল্টো’ ৪৯০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে এই বিডিংয়ে জয়ী হয়েছে। হোম অফিস এই খবরের সত্যতা স্বীকার করলেও সংবাদটি প্রকাশ করেছে বিডিংয়ে জয়ী সরবরাহকারী প্রতিষ্ঠান। তারা বলছে, এর ফলে করদাতাদের প্রায় ১শ থেকে ১শ২০ মিলিয়ন পাউন্ড সেইভ হবে। এতে নতুন করে ৭০টি চাকুরির সৃষ্টি হবে। আর কারখানাটি ফারিহাম এবং হাইওয়ার্ড এর স্থাপন করা হবে।
নতুন পাসপোর্ট নির্মাতা প্রতিষ্ঠান জেমাল্টোর হেড অফিস প্যারিসে। তবে কারখানা হচ্ছে ফারিহামে। বিবিসি তাদের সাথে যোগাযোগের চেস্টা করলেও তারা কোন জবাব দেয়নি।
এদিকে ব্রিটিশ পাসপোর্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডি লে রুয়ে’র বস মার্টিন সান্ডারল্যান্ড আজ বিবিসি’র এর অনুষ্ঠানে বলেছেন, আমরা বেশকিছুদিন যাবত শুনছিলাম নতুন ব্লু পাসপোর্ট তৈরির কথা। কারন এটি ব্রিটিশ আইকন। কিন্তু এখন এই ব্রিটিশ আইকন চলে যাচ্ছে ফ্রান্সের কোম্পানীর হাতে।
তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও সেক্রেটারী আম্বার রুডকে তার কারখানায় যাবার আহবান জানিয়ে বলেন, আসুন দেখেযান এবং আমাদের নিবেদিত কর্মীদের কাছে ব্যাখা করুন কেন এই সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র-ওয়ানবাংলা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি”

ফ্রান্সে তৈরি হবে ব্রিটিশ পাসপোর্ট !

আপডেট সময় ০৫:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮

ব্রিটিশ পাসপোর্ট সমূহ বর্তমানে যেভাবে তৈরি করা হয় একইভাবে ব্রেক্সিট পরবর্তীতে নতুন পাসপোর্ট তৈরী হবে ফ্রান্স থেকে। বর্তমান লাল পাসপোর্ট ১৯৮৮ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। তবে আবারো নতুন নীল এবং সোনালী কালারের পাসপোর্ট ব্যবহৃত হবে ২০১৯ সালের অক্টোবর থেকে।
ব্রিটিশ পাসপোর্ট প্রস্তুতকারী কোম্পানী ডি লে রুয়ে এর প্রধান, বিবিসিকে জানিয়েছেন ফ্রাংকো ডাচ ফার্ম ‘জেমাল্টো’ ৪৯০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে এই বিডিংয়ে জয়ী হয়েছে। হোম অফিস এই খবরের সত্যতা স্বীকার করলেও সংবাদটি প্রকাশ করেছে বিডিংয়ে জয়ী সরবরাহকারী প্রতিষ্ঠান। তারা বলছে, এর ফলে করদাতাদের প্রায় ১শ থেকে ১শ২০ মিলিয়ন পাউন্ড সেইভ হবে। এতে নতুন করে ৭০টি চাকুরির সৃষ্টি হবে। আর কারখানাটি ফারিহাম এবং হাইওয়ার্ড এর স্থাপন করা হবে।
নতুন পাসপোর্ট নির্মাতা প্রতিষ্ঠান জেমাল্টোর হেড অফিস প্যারিসে। তবে কারখানা হচ্ছে ফারিহামে। বিবিসি তাদের সাথে যোগাযোগের চেস্টা করলেও তারা কোন জবাব দেয়নি।
এদিকে ব্রিটিশ পাসপোর্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডি লে রুয়ে’র বস মার্টিন সান্ডারল্যান্ড আজ বিবিসি’র এর অনুষ্ঠানে বলেছেন, আমরা বেশকিছুদিন যাবত শুনছিলাম নতুন ব্লু পাসপোর্ট তৈরির কথা। কারন এটি ব্রিটিশ আইকন। কিন্তু এখন এই ব্রিটিশ আইকন চলে যাচ্ছে ফ্রান্সের কোম্পানীর হাতে।
তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও সেক্রেটারী আম্বার রুডকে তার কারখানায় যাবার আহবান জানিয়ে বলেন, আসুন দেখেযান এবং আমাদের নিবেদিত কর্মীদের কাছে ব্যাখা করুন কেন এই সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র-ওয়ানবাংলা