ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
“Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদেরকে সংবর্ধনা ও শিক্ষা সেমিনার অন্তর্বর্তীকালীন সকল সিদ্ধান্ত জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া উচিত- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করলেন সিলোট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া

ফ্রান্সে বাংগালীর স্বপ্নের শহীদ মিনার হতে যাচ্ছে

  • আপডেট সময় ১২:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • ৪৬৬ বার পড়া হয়েছে

মো: নজমুল কবির //

আজই সুখবরটার চূড়ান্ত অনুমোদনের কথা জানালেন ফ্রান্সে মূলধারার রাজনীতিতে সক্রিয় বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী সরুফ সোদিওল। তিনি বাংলাদেশ এবং বাংলাদেশীদের ফরাসী মূলধারায় অভিযোজনে সদা তৎপর একজন মানুষ।

সরুফ সোদিওল জানালেন, ফ্রান্সে একটি শহীদ মিনার গড়ে উঠুক এটা চাইতাম সব সময়। বর্তমান মেয়র প্যানেল দায়িত্ব গ্রহনের পর এই স্বপ্ন বাস্তবায়নে আমি আরো আস্থাশীল হয়ে উঠি।

এবছর জানুয়ারীতে সরুফ সদিওল আনুষ্ঠানিকভাবে সেইন্ট ডেনিস এলাকায় একটি শহীদমিনার গড়ে তুলবার জন্য প্রস্তাবনা পেশ করেন বলে জানান। আজই তা চূড়ান্ত অনুমোদন লাভ করে।

বর্তমান মেয়র, ডেপুটি মেয়র এবং কাউন্সিলরগন এইক্ষেত্রে সমর্থন জুগিয়েছেন বলে সরুফ সদিওল জানান।

সেন্ট ডেনিসের পৌর ভবন, যে কর্তৃপক্ষ অনুমোদন দিলেন

উল্লেখ্য, ইতোমধ্যে ফ্রান্সের তুলুজ শহরেও সম্প্রতি একটি শহীদ মিনার স্থাপিত হয়। সেখানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি জোর প্রচেষ্টা চালান। ফলশ্রুতিতে তারা সফল হন। প্যারিসে একটি স্থায়ী শহীদমিনার গড়ার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিলো বলে জানা যায়।

বাংলাদেশ কমিউনিটর দীর্ঘদিনের একটি দাবি ছিলো, প্যারিস বা তার আশেপাশে একটি স্থায়ী শহীদমিনার তৈরি করার। স্থায়ী শহীদমিনার না থাকায় এখানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের প্রচেষ্টায় বিভিন্ন সময়ে প্যারিস আইফেল টাওয়ার সংলগ্ন এলাকা, রিপাবলিক এলাকা এবং জুরেস পার্কে অস্থায়ী শহীদমিনার নির্মান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হতো। সেক্ষেত্রে এমন একটি সংবাদ বাংলাদেশ কমিউনিটির মধ্যে খুশির আবেশ অনুভব করে।

সেইন্ট ডেনিস এলাকায় একটি স্থায়ী শহীদমিনার নির্মান হলে দিবসটি উদযাপনের ক্ষেত্রে ভিন্ন একটি মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

“Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা!

ফ্রান্সে বাংগালীর স্বপ্নের শহীদ মিনার হতে যাচ্ছে

আপডেট সময় ১২:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১

মো: নজমুল কবির //

আজই সুখবরটার চূড়ান্ত অনুমোদনের কথা জানালেন ফ্রান্সে মূলধারার রাজনীতিতে সক্রিয় বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী সরুফ সোদিওল। তিনি বাংলাদেশ এবং বাংলাদেশীদের ফরাসী মূলধারায় অভিযোজনে সদা তৎপর একজন মানুষ।

সরুফ সোদিওল জানালেন, ফ্রান্সে একটি শহীদ মিনার গড়ে উঠুক এটা চাইতাম সব সময়। বর্তমান মেয়র প্যানেল দায়িত্ব গ্রহনের পর এই স্বপ্ন বাস্তবায়নে আমি আরো আস্থাশীল হয়ে উঠি।

এবছর জানুয়ারীতে সরুফ সদিওল আনুষ্ঠানিকভাবে সেইন্ট ডেনিস এলাকায় একটি শহীদমিনার গড়ে তুলবার জন্য প্রস্তাবনা পেশ করেন বলে জানান। আজই তা চূড়ান্ত অনুমোদন লাভ করে।

বর্তমান মেয়র, ডেপুটি মেয়র এবং কাউন্সিলরগন এইক্ষেত্রে সমর্থন জুগিয়েছেন বলে সরুফ সদিওল জানান।

সেন্ট ডেনিসের পৌর ভবন, যে কর্তৃপক্ষ অনুমোদন দিলেন

উল্লেখ্য, ইতোমধ্যে ফ্রান্সের তুলুজ শহরেও সম্প্রতি একটি শহীদ মিনার স্থাপিত হয়। সেখানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি জোর প্রচেষ্টা চালান। ফলশ্রুতিতে তারা সফল হন। প্যারিসে একটি স্থায়ী শহীদমিনার গড়ার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিলো বলে জানা যায়।

বাংলাদেশ কমিউনিটর দীর্ঘদিনের একটি দাবি ছিলো, প্যারিস বা তার আশেপাশে একটি স্থায়ী শহীদমিনার তৈরি করার। স্থায়ী শহীদমিনার না থাকায় এখানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের প্রচেষ্টায় বিভিন্ন সময়ে প্যারিস আইফেল টাওয়ার সংলগ্ন এলাকা, রিপাবলিক এলাকা এবং জুরেস পার্কে অস্থায়ী শহীদমিনার নির্মান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হতো। সেক্ষেত্রে এমন একটি সংবাদ বাংলাদেশ কমিউনিটির মধ্যে খুশির আবেশ অনুভব করে।

সেইন্ট ডেনিস এলাকায় একটি স্থায়ী শহীদমিনার নির্মান হলে দিবসটি উদযাপনের ক্ষেত্রে ভিন্ন একটি মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করা যায়।