ডেস্কঃ ফ্রান্স অনলাইন সংলাপ পাঠক মেলার বর্তমান কমিটি বিলুপ্ত করে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত ক্যাথসিমার সোনার বাংলা রেষ্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বর্তমান কমিটির সভাপতি সুমা দাস,সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবু,ফ্রান্সের কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সাবেক সভাপতি হাসান সিরাজ, উপদেষ্টা খয়রুল আমিন খছরু,ইসহাক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সংলাপের সাবেক সদস্য সচিব আতিক হাসানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ময়নুল ইসলামকে সভাপতি, সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক ও পারভেজ আহমদকে সিনিয়র সহ সভাপতি হিসাবে ঘোষণা করা হয়।
ঘোষিত এ কমিটি খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।