শাহাদাত হোসেন সাইফুল। ফ্রান্সপ্রবাসী ব্যবসায়ী। কমিউনিটিবান্ধব একজন খোলা মনের মানুষ। ফ্রান্স দর্পণ পত্রিকার প্রকাশক। ইপিবিএ এর ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক।
আজ (শনিবার) তার জন্মদিন। ফ্রান্স দর্পণ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।
দিনটিকে সামনে রেখে শনিবার রাতে তারই নিকট-বন্ধু, স্বজন আর পরিবারের সদস্যরা মিলিত হয়েছিলো ওফিওরা সেন্টারের মিলনায়তনে। নাচ-গানে, উদ্বেল-উচ্ছাসে আর আহার আপ্যায়নে সন্ধ্যাটি মুখর করে রেখেছিলো।
পাশাপাশি ফারুক খানের বিলম্বিত জন্মোৎসব আয়োজনও ছিলো। উল্লেখ্য যে, ফারুক খান ইপিবিএ এর সভাপতি।
কমিউনিটির দুই পরিচিত ব্যক্তিত্বের যৌথ জন্মোৎসব আয়োজনটিকে আরো উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , কমিউনিটি ব্যক্তিত্ব ইপিবিএ’র কেন্দ্রীয় সহসভাপতি আশরাফুল ইসলাম, প্যারিসের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম , ফ্রান্স দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ নজ্মুল কবির, ইপিবিএ ফ্রান্স শাখার সিনিয়র সহসভাপতি অজয় দাস, সহসভাপতি বাবু ভুইয়া, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মোজাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মহিলা সম্পাদিকা সুমা দাস , সহ-মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস , তথ্য ও গবেষণা সম্পাদক পিন্টু পাল , সহ- প্রচার সম্পাদক আজিজুর রহমান, সদস্য মোঃ নাছির উদ্দিন, ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খানের পত্নী ইয়াসমিন খানমসহ অনেকেই ।