মিনহাজ হোসেন ইতালীঃ ইতালির প্রাচীনতম সংগঠন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করে আন্তর্জাতিক নারী দিবস।গতকাল স্থানীয় সময় রাত আটটায় রোম তরপিনাত্তারা সুন্দরবন রেষ্টুরেন্টের হলরুমে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর সভাপতি লায়লা শাহ’র সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামান ও তাহমিনা আক্তার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ইতালীর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ইতালীর প্রথম সচিব ইরিন জুলি,আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর মহিলা সম্পাদিকা ও মহিলা সংস্থা ইতালীর সভাপতি শান্তা শিকদার বৃহত্তর ঢাকা সমিতি ইতালী সম্মানিত সদস্য ও মহিলা সংস্থা ইতালীর সিনিয়র সহ সভাপতি সানজিদা আহমেদ ববি,অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাগত কমিটির সিনিয়র সহ সভাপতি নার্গিস আক্তার হাওলাদার ,সহ সভাপতি আখিঁ সীমা কাওসার, নীলুফা বানু নিলা,মেরিন খান, সায়মা ইসলাম, সিমু বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক রোকেয়া খাতুন মিরা,সাংগঠনিক সম্পাদক মাহবুবা আক্তার বাবলী,মহিলা সম্পাদিকা
ইফরোজা খানম ইফা,প্রচার সম্পাদক হেনা আক্তার ফাহিমা, দপ্তর সম্পাদক সুরাইয়া আক্তার, কোষাধ্যক্ষ নার্গিস আক্তার সহ আরো অনেকেই।প্রধান অতিথি আবদুস সোবহান সিকদার বলেন, নারী দিবস নারীর সমান অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে একটি মাইলফলক। এই দিন যেমন নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অর্জন আর অগ্রগতি আমরা উদযাপন করি তেমনি এই দিনটি একটি হিসাব নেয়ার দিন যে কোথায় কোথায় নারীর প্রতি অবিচার, অন্যায় হচ্ছে, নারীর সময়, শ্রম আর অবদানকে কতটুকু মূল্যায়ন করা হচ্ছে; কোথায় নারীরা বৈষম্যের শিকার আর কোথায় তার প্রাপ্তি অন্যের সমান। একই সময়ে নারী দিবস নতুন করে সংকল্প করার দিন, নতুন প্রত্যয়ে জেগে ওঠার দিন; নারীর প্রতি সকল সহিংসতা, নিপীড়ন, বৈসম্য দূর করার জন্য নতুন শপথ নেবার দিন নারী দিবস।এবং নারী দিবস উপলক্ষে সকল নারীদের হলুদ ফুল শুভেচ্ছা জানান।আরো বক্তব্যে রাখেন সকল অতিথি ও নবাগত সংগঠনের নেতৃবৃন্দরা। এবং বক্তব্য শেষে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর নবাগত কমিটিতে শুভেচ্ছা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয় ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার ও প্রচার সম্পাদক রবিন খান সহ আরো অনেকেই।আরো ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহিলা সংস্থা ইতালীর