ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদেরকে সংবর্ধনা ও শিক্ষা সেমিনার

ব্রিটেনে অতীতের যেকোন সময়ের চেয়ে বেনিফিট এখন সর্বনিম্ন

  • আপডেট সময় ০৫:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ১৭৩ বার পড়া হয়েছে

ডেস্কঃ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ব্রিটেনে সোশাল সিকিউরিটি পেমেন্ট এখন সর্বনিম্ন। থিংক ট্যাংক আইপিপিআর এর গবেষণা মতে ১৯৪৮ সালে এটি চালু হওয়ার পর এবারই বেনিফিট সর্বনিম্ন পর্যায়ে পৌছালো।

গবেষণায় দেখা যায় ইউনিভার্সেল ক্রেডিটের মাধ্যমে প্রদত্ত সাপ্তাহিক ভাতা ৭৩ পাউন্ড যা মধ্য আয়ের একটি পরিবারের ১২.৫% আয়ের সমান। কিন্তু ১৯৪৮ সালে বেকার ভাতা চালুর সময় এর পরিমান ছিলো ২০%।

গবেষনা রিপোর্টটি ট্রাসেল ট্রাস্ট নেটওয়ার্ক অব ফুড ব্যাংক এর ডাটার সাথে মিলে গেছে। ট্রাসেল ট্রাস্টের ডাটা মোতাবেক গত এক যুগে ফুড ব্যাংকের পরিমান বেড়েছে ৩,৭৭২%। ট্রাস্ট ২০০৯/১০ সালে ৫৭টি ফুড ব্যাংক চালু করে এসবের মাধ্যমে ৪০,৮৯৮ টি এইড প্যাকেজ তারা বিতরন করেছে।

এবছরের মার্চের শেষের দিকে এসে তাদের ফুড ব্যাংক বেড়ে আরো যোগ হয়েছে ৪২৫টি। আর এসব ফুড ব্যাংকের মাধ্যমে মোট ১.৫৮ মিলিয়ন প্যাকেজ ফুড বিতরন করা হয়েছে। বিতরনকৃত ফুডের মোট তিন ভাগের মধ্যে একভাগেরও বেশী গেছে শিশুদের কাছে। টাওয়ার হ্যামলেটসেও অনেকগুলো ফুড ব্যাংক রয়েছে এবং এখানে এই সংখ্যা অনেক বেশী।

সমাজের সবচাইতে ভঙ্গুর জনগোষ্ঠিকে সহযোগিতার লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ট্যাকেলিং পোভার্টি ফান্ডে ৬.৬ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে। এর মাধ্যমে দরিদ্রদেরকে উপদেশ প্রদানসহ ক্রাইসিস লোন এবং আরো অন্যান্য সহযোগিতা করা হয়। লিডার অব টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ মেয়র জন বিগস এব্যাপারে তার প্রতিক্রিয়ায় বলেন, ফুড ব্যাংকের চাহিদা বৃদ্ধি এবং লিভিং কস্টের সাথে অসামঞ্জস্য বেনিফিট পেমেন্ট দেখে আমি মোটেই বিস্মিত নই। আমি নিয়মিতভাবে এডভাইস সার্জারীতে অনেকের সাথেই কথা বলি এবং দেখতে পাই তাদের দৈনন্দিন জীবন সংগ্রাম। সরকারের উচিৎ আমাদের ভেঙ্গে পড়া বেনিফিট সিস্টেমকে ঠিক করা।

লেবার গ্রুপের কেবিনেট মেম্বার ফর ট্যাকেলিং পোভার্টি কাউন্সিলার র‌্যাচেল ব্ল্যাক বলেন, কল্যান রাষ্ট্রের সৃষ্টি ছিলো একটি মহান রাজনৈতিক চিন্তার ফসল। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যানে প্রমানিত হয় একে ব্যাপকভাবে উপেক্ষা করা হয়েছে। দরিদ্রদের সহায়তার লক্ষ্যে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন পদক্ষেপের জন্য আমি গর্বিত। তবে যতক্ষন না পর্যন্ত লিভিং কস্টের সাথে বেনিফিট পেমেন্টের সামঞ্জস্য হবে না ততক্ষন পর্যন্ত ফুড ব্যাংক ব্যবহারের সংখ্যা বাড়তেই থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব

ব্রিটেনে অতীতের যেকোন সময়ের চেয়ে বেনিফিট এখন সর্বনিম্ন

আপডেট সময় ০৫:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯

ডেস্কঃ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ব্রিটেনে সোশাল সিকিউরিটি পেমেন্ট এখন সর্বনিম্ন। থিংক ট্যাংক আইপিপিআর এর গবেষণা মতে ১৯৪৮ সালে এটি চালু হওয়ার পর এবারই বেনিফিট সর্বনিম্ন পর্যায়ে পৌছালো।

গবেষণায় দেখা যায় ইউনিভার্সেল ক্রেডিটের মাধ্যমে প্রদত্ত সাপ্তাহিক ভাতা ৭৩ পাউন্ড যা মধ্য আয়ের একটি পরিবারের ১২.৫% আয়ের সমান। কিন্তু ১৯৪৮ সালে বেকার ভাতা চালুর সময় এর পরিমান ছিলো ২০%।

গবেষনা রিপোর্টটি ট্রাসেল ট্রাস্ট নেটওয়ার্ক অব ফুড ব্যাংক এর ডাটার সাথে মিলে গেছে। ট্রাসেল ট্রাস্টের ডাটা মোতাবেক গত এক যুগে ফুড ব্যাংকের পরিমান বেড়েছে ৩,৭৭২%। ট্রাস্ট ২০০৯/১০ সালে ৫৭টি ফুড ব্যাংক চালু করে এসবের মাধ্যমে ৪০,৮৯৮ টি এইড প্যাকেজ তারা বিতরন করেছে।

এবছরের মার্চের শেষের দিকে এসে তাদের ফুড ব্যাংক বেড়ে আরো যোগ হয়েছে ৪২৫টি। আর এসব ফুড ব্যাংকের মাধ্যমে মোট ১.৫৮ মিলিয়ন প্যাকেজ ফুড বিতরন করা হয়েছে। বিতরনকৃত ফুডের মোট তিন ভাগের মধ্যে একভাগেরও বেশী গেছে শিশুদের কাছে। টাওয়ার হ্যামলেটসেও অনেকগুলো ফুড ব্যাংক রয়েছে এবং এখানে এই সংখ্যা অনেক বেশী।

সমাজের সবচাইতে ভঙ্গুর জনগোষ্ঠিকে সহযোগিতার লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ট্যাকেলিং পোভার্টি ফান্ডে ৬.৬ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে। এর মাধ্যমে দরিদ্রদেরকে উপদেশ প্রদানসহ ক্রাইসিস লোন এবং আরো অন্যান্য সহযোগিতা করা হয়। লিডার অব টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ মেয়র জন বিগস এব্যাপারে তার প্রতিক্রিয়ায় বলেন, ফুড ব্যাংকের চাহিদা বৃদ্ধি এবং লিভিং কস্টের সাথে অসামঞ্জস্য বেনিফিট পেমেন্ট দেখে আমি মোটেই বিস্মিত নই। আমি নিয়মিতভাবে এডভাইস সার্জারীতে অনেকের সাথেই কথা বলি এবং দেখতে পাই তাদের দৈনন্দিন জীবন সংগ্রাম। সরকারের উচিৎ আমাদের ভেঙ্গে পড়া বেনিফিট সিস্টেমকে ঠিক করা।

লেবার গ্রুপের কেবিনেট মেম্বার ফর ট্যাকেলিং পোভার্টি কাউন্সিলার র‌্যাচেল ব্ল্যাক বলেন, কল্যান রাষ্ট্রের সৃষ্টি ছিলো একটি মহান রাজনৈতিক চিন্তার ফসল। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যানে প্রমানিত হয় একে ব্যাপকভাবে উপেক্ষা করা হয়েছে। দরিদ্রদের সহায়তার লক্ষ্যে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন পদক্ষেপের জন্য আমি গর্বিত। তবে যতক্ষন না পর্যন্ত লিভিং কস্টের সাথে বেনিফিট পেমেন্টের সামঞ্জস্য হবে না ততক্ষন পর্যন্ত ফুড ব্যাংক ব্যবহারের সংখ্যা বাড়তেই থাকবে।