ইউরোপীয় ইউনিয়নের সাড়ে তিন মিলিয়ন নাগরিক ব্রেটেনে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন। আজ প্রকাশিত হোম অফিসের সর্বশেষ হালনাগাদকৃত ডাটা থেকে এ তথ্য পাওয়া গেছে। ব্রিটেনে ইইউ নাগরিকদের যারা ইতিমধ্যে বসবাস করছেন তাদের
স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটি গত বছর ইইউ সেটলম্যান্ট স্কীম নামে একটি স্কীম চালু করে। সেখানে আগ্রহীদের আবেদন বাধ্যতামূলক করা হয়। আবেদনকারীর বৃটেনে বসবাসের সময়ের উপর ভিত্তি করে সেটল বা স্থায়ী অনুমোদন ও প্রি সেটল বা অস্থায়ী অনুমোদন দেয়া হয়। যারা ইতিমধ্যে ব্রিটেনে পাচ বছর ধরে বসবাস করছেন তাদের সেটল বা স্থায়ী আর পাচ বছরের কম বসবাসকারীদের প্রি সেটল বা অস্থায়ী স্টেটাস দেয়া হচ্ছে। তারা এখানে পাচ বছর পূর্ণ করে আবার স্থায়ী স্টেটাসের জন্য আবেদন করতে হবে।
এ স্কীম চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে সাড়ে তিন মিলিয়ন বা ৩৫ লাখেরও বেশি ইইউ নাগরিক আবেদন করেছেন যাদের প্রায় সবার আবেদন গৃহীত হয়েছে। অবশ্য আবেদনের মেয়াদ এখনো এক বছর বাকী আছে।
ইউকের চারটি রাজ্যের মধ্যে সর্বাধিক আবেদন করা হয়েছে ইংল্যান্ড থেকে ৯১%, এছাড়া স্কটল্যান্ডে ৫%,ওয়েলসে ২% এবং নর্দান আয়ারল্যান্ড ২%।
আবেদনকারীদের সর্বোচ্চ পোলেন্ডের নাগরিক। ৬ লাখ ৬৫হাজার ৫২০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৫লাখ ৬৪ হাজার ৩২০ জন রোমানিয়ার নাগরিক, তৃতীয় সর্বোচ্চ ৩লাখ ৫১ হাজার ৫শ ৮০ জন ইটালির নাগরিক, চতুর্থ ২লাখ ৭৩ হাজার ৪৭০ জন পর্তুগালের নাগরিক এবং পঞ্চম স্থানে আছেন স্পেনের নাগরিক, এসংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৪০ জন।