ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
“Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদেরকে সংবর্ধনা ও শিক্ষা সেমিনার অন্তর্বর্তীকালীন সকল সিদ্ধান্ত জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া উচিত- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করলেন সিলোট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া

ব্রিটেনে স্থায়ী হতে ইতিমধ্যে আবেদন করেছেন সাড়ে ৩ মিলিয়ন ইইউ নাগরিক

  • আপডেট সময় ১০:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • ১৭৪৬ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়নের সাড়ে তিন মিলিয়ন নাগরিক ব্রেটেনে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন। আজ প্রকাশিত হোম অফিসের সর্বশেষ হালনাগাদকৃত ডাটা থেকে এ তথ্য পাওয়া গেছে। ব্রিটেনে ইইউ নাগরিকদের যারা ইতিমধ্যে বসবাস করছেন তাদের
স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটি গত বছর ইইউ সেটলম্যান্ট স্কীম নামে একটি স্কীম চালু করে। সেখানে আগ্রহীদের আবেদন বাধ্যতামূলক করা হয়। আবেদনকারীর বৃটেনে বসবাসের সময়ের উপর ভিত্তি করে সেটল বা স্থায়ী অনুমোদন ও প্রি সেটল বা অস্থায়ী  অনুমোদন দেয়া হয়। যারা ইতিমধ্যে ব্রিটেনে পাচ বছর ধরে বসবাস করছেন তাদের সেটল বা স্থায়ী আর পাচ বছরের কম বসবাসকারীদের প্রি সেটল বা অস্থায়ী স্টেটাস দেয়া হচ্ছে। তারা এখানে পাচ বছর পূর্ণ করে আবার স্থায়ী স্টেটাসের জন্য আবেদন করতে হবে।
এ স্কীম চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে সাড়ে তিন মিলিয়ন বা ৩৫ লাখেরও বেশি ইইউ নাগরিক আবেদন করেছেন যাদের প্রায় সবার আবেদন গৃহীত হয়েছে। অবশ্য আবেদনের মেয়াদ এখনো এক বছর বাকী আছে।

ইউকের চারটি রাজ্যের মধ্যে সর্বাধিক আবেদন করা হয়েছে ইংল্যান্ড থেকে ৯১%, এছাড়া স্কটল্যান্ডে ৫%,ওয়েলসে ২% এবং নর্দান আয়ারল্যান্ড ২%।

আবেদনকারীদের সর্বোচ্চ পোলেন্ডের নাগরিক।  ৬ লাখ ৬৫হাজার ৫২০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৫লাখ ৬৪ হাজার ৩২০ জন রোমানিয়ার নাগরিক, তৃতীয় সর্বোচ্চ  ৩লাখ ৫১ হাজার ৫শ ৮০ জন ইটালির নাগরিক, চতুর্থ ২লাখ ৭৩ হাজার ৪৭০ জন পর্তুগালের নাগরিক এবং পঞ্চম স্থানে আছেন স্পেনের নাগরিক,  এসংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৪০ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

“Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা!

ব্রিটেনে স্থায়ী হতে ইতিমধ্যে আবেদন করেছেন সাড়ে ৩ মিলিয়ন ইইউ নাগরিক

আপডেট সময় ১০:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০

ইউরোপীয় ইউনিয়নের সাড়ে তিন মিলিয়ন নাগরিক ব্রেটেনে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন। আজ প্রকাশিত হোম অফিসের সর্বশেষ হালনাগাদকৃত ডাটা থেকে এ তথ্য পাওয়া গেছে। ব্রিটেনে ইইউ নাগরিকদের যারা ইতিমধ্যে বসবাস করছেন তাদের
স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটি গত বছর ইইউ সেটলম্যান্ট স্কীম নামে একটি স্কীম চালু করে। সেখানে আগ্রহীদের আবেদন বাধ্যতামূলক করা হয়। আবেদনকারীর বৃটেনে বসবাসের সময়ের উপর ভিত্তি করে সেটল বা স্থায়ী অনুমোদন ও প্রি সেটল বা অস্থায়ী  অনুমোদন দেয়া হয়। যারা ইতিমধ্যে ব্রিটেনে পাচ বছর ধরে বসবাস করছেন তাদের সেটল বা স্থায়ী আর পাচ বছরের কম বসবাসকারীদের প্রি সেটল বা অস্থায়ী স্টেটাস দেয়া হচ্ছে। তারা এখানে পাচ বছর পূর্ণ করে আবার স্থায়ী স্টেটাসের জন্য আবেদন করতে হবে।
এ স্কীম চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে সাড়ে তিন মিলিয়ন বা ৩৫ লাখেরও বেশি ইইউ নাগরিক আবেদন করেছেন যাদের প্রায় সবার আবেদন গৃহীত হয়েছে। অবশ্য আবেদনের মেয়াদ এখনো এক বছর বাকী আছে।

ইউকের চারটি রাজ্যের মধ্যে সর্বাধিক আবেদন করা হয়েছে ইংল্যান্ড থেকে ৯১%, এছাড়া স্কটল্যান্ডে ৫%,ওয়েলসে ২% এবং নর্দান আয়ারল্যান্ড ২%।

আবেদনকারীদের সর্বোচ্চ পোলেন্ডের নাগরিক।  ৬ লাখ ৬৫হাজার ৫২০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৫লাখ ৬৪ হাজার ৩২০ জন রোমানিয়ার নাগরিক, তৃতীয় সর্বোচ্চ  ৩লাখ ৫১ হাজার ৫শ ৮০ জন ইটালির নাগরিক, চতুর্থ ২লাখ ৭৩ হাজার ৪৭০ জন পর্তুগালের নাগরিক এবং পঞ্চম স্থানে আছেন স্পেনের নাগরিক,  এসংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৪০ জন।