সাইফুর রহমান ,স্পেন :
মৌলভীবাজার জেলার চার কৃতি সন্তান মাদ্রিদে সংবর্ধিত হয়েছেন |মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনে মাদ্রিদের উদ্যোগে গতকাল ২৩ মে রাতে বিপুল সংখ্যক প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল | বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে সংগঠনের সভাপতি আমিনুর রশিদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও শাওন আহমেদের যৌথ পরিচালনায় সংবর্ধিত হন চেয়ারম্যান মাসুম রেজা ,ক্রীড়া সংগঠক ময়নুল হক উজ্জ্বল ,ইউনুছ মিয়া ,আহমেদ হাসান শাহেদ |
অনুষ্টানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ এসোসিয়েশনে ইন স্পেনের সভাপতি আল মামুন ,মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা গৌছ উদ্দিন ,ইসলাম উদ্দিন ,গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সহকারী প্রধান নির্বাচন কমিশনার দবির তালুকদার,সদস্যসচিব বকুল খান ,কমিউনিটি নেতা আবদুল মুন্তাকিম মুজাককির,সেলিম আলম|বক্তব্য রাখেন ফরহাদ উদ্দিন,,জেন্স সিপার,মেহেদী হাসান বাবুল প্রমুখ |
উপস্থিত ছিলেন ,বাংলাদেশএসোসিয়েশান ইন স্পেনের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক ,
আব্দুল কাইয়ুম মাসুক ,মাওলানা খলিলুর রহমান ,এমদাদুল হক ,মনির আহমেদ ,হুমায়ুন কবির রিগ্যান ,আহমদ আসাদুর রহমান সাদ ,তামিন চৌধুরী , ইফতেখার আলম ,নূর উদ্দিন ,বেলাল আহমেদ ,আসাদ আলী ,রশিদ আলী ,মাওলানা মুজিবুর রহমান ,কমিশনার হাফিজ মিয়া ,মিজান চৌধুরী ,এনাম আলী খান প্রমুখ |