বকুল খান স্পেন থেকেঃ ওসমানীনগর বালাগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এস্পানিয়ার উদ্যোগে গীত ১৪ই মে বার্সেলোনার দারুল আমাল জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে রোজাদার ও মুসল্লিগণ এর সম্মুখে রমাদান এর তাৎপর্য ও ইসলামের মূল্যবোধ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মসজিদের ইমাম আজমল হোসাইন, দ্বীনি আলোচনায় আরো অংশ নেন ওসমানীনগর বালাগঞ্জ ওয়েলফেয়ার এন স্পানিয়া সভাপতি
শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ সিকদার। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনিয়ার , অ্যাসোসিয়েশন কুলতুরাল ই ওমানেতেরিয়া দে বাংলাদেশ এন কাতালুনিয়া‘র নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনা‘র সাংবাদিক , কমিউনিটি ব্যক্তিত্ব| স্রষ্টার বরকত পূর্ন এই মাস সমগ্র জাহান এ ভাতৃত্বের এক বিরল উদাহরন।
ইফতার পূর্ব দুয়ায় .মুসলিম বিশ্ব এর শান্তি এবং সম্প্রীতি কামনা করা হয় |