ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে প্রবীণ কমিউনিটি নেতা শাহনূর চৌধুরী বিসিএফ আয়োজিত স্টুডেন্টস এওয়ার্ড এন্ড রিইউনিয়ন ২০২৪ ক্রমশঃ এর ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতা বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) ৬ষ্ট কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত বিসিএফ কমিউনিটি এওয়ার্ড ২০২৪ – পেলেন ‘ফ্রান্স দর্পণ’ প্রকাশক মিয়া মাসুদ বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিসিএফ কমিউনিটি এওয়ার্ড ২০২৪ – পেলেন ‘ফ্রান্স দর্পণ’ প্রকাশক মিয়া মাসুদ

  • আপডেট সময় ০৮:০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স ( বিসিএফ)র সেরা  সফল উদ্যোক্তা এওয়ার্ড লাভ করেছেন ফ্রান্স তথা ইউরোপের জনপ্রিয় পত্রিকা ফ্রান্স দর্পণ এর প্রকাশক  তরুন ব্যবসায়ী মিয়া মাসুদ।
গত ২৪ ডিসেম্বর ( মংগলবার) সন্ধ্যায়
বিসিএফ স্টুডেন্টস এবং কমিউনিটি  এওয়ার্ড  ২০২৪ অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিত্ব শাহীন আরমান চৌধুরীর হাত থেকে মিয়া মাসুদের পক্ষে  ক্রেস্ট গ্রহন করেন ফ্রান্স দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী।
উক্ত এওয়ার্ড লাভ করায় পত্রিকার প্রকাশক মিয়া মাসুদকে অভিনন্দন জানিয়েছেন সম্পাদক শামসুল ইসলামসহ ফ্রান্স দর্পণ পরিবার।
এওয়ার্ড প্রাপ্তির নাম ঘোষণার আগে মিয়া মাসুদ সম্পর্কে তথ্য তুলে  এভাবে –
‘সফল উদ্যোক্তা’
মিয়া মাসুদ
স্বত্বাধিকারী, বিডি ফার্নিচার।
জনাব মাসুদ মিয়ার স্বপ্ন তার এই ফার্নিচারসামগ্রীকে তিনি ফ্রান্সের বিভিন্ন শহরে পৌঁছে দেবেন। তার স্বপ্ন তিনি তার ফার্নিচার নিয়ে হাজির হবেন ইউরোপের বিভিন্ন শহরে।

ফ্রান্সে তার আগমন ২০০৮ সালে। শুরুতে একটি শুশী রেস্টুরেন্টে কাজ নেন। অতঃপর নিজ দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা দিয়ে সেখানে শেফ হিসেবে দীর্ঘদিন কাজ করেন।

রেস্টুরেন্টে কাজের পাশাপাশি একটি অনলাইন ব্যবসা  করা শুরু করেন। সেটি ২০১২ সালের কথা। এক বন্ধুকে সাথে নিয়ে নিজের বাসাকেই সাপ্লাই পয়েন্ট হিসেবে ব্যবহার করা শুরু। অনলাইন প্লাটফর্ম ইউজ করে প্রথমে প্যারিসের মেসগুলোতে খাট সাপ্লাইয়ের মাধ্যমে ফার্নিচার ব্যবসার জগতে প্রবেশ। আস্তে আস্তে ফার্নিচারের চাহিদা বাড়তে থাকে। ব্যবসায়িক প্রত্যাশাও বেড়ে যায়। ইতালী, তুর্কীসহ বিভিন্ন দেশের সরবরাহকারীদের সাথে সরাসরি যোগাযোগ শুরু করেন। ২০১৮ সালে একটি গোডাউন কাম শোরুম ভাড়া নিয়ে বড় পরিসরে ব্যবসা শুরু করেন। তারপর থেকে আর তাঁকে পেছনে তাকাতে হয়নি। বর্তমানে ওবারভিলিয়েহ এবং লা কর্নোভে তার ২ টি শো-রুম আছে। সার্সেল এলাকায় আরো একটি শোরুম হবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বড় একটি গোডাউন ভাড়া নিয়েছেন।  তার এই ব্যবসা পরিচালনায় প্রায় ৩৫ জন স্থায়ী এবং অস্থায়ীভাবে কাজ করছে।

জনাব মাসুদ মিয়ার স্বপ্ন তার এই ফার্নিচারসামগ্রীকে তিনি ফ্রান্সের বিভিন্ন শহরে পৌঁছে দেবেন। তার স্বপ্ন তিনি তার ফার্নিচার নিয়ে হাজির হবেন ইউরোপের বিভিন্ন শহরে।
মিয়া মাসুদ ব্যবসা করেন, একথাটাকে ভিন্নভাবে বলতে চান। তিনি চান মানুষের সাথে সম্পর্ক গড়তে। লাভের লক্ষ্য সেখানে অনেকক্ষেত্রে গৌণ করে রাখেন। মানুষের বাসায় বাসায় তার সরবরাহ করা ফার্নিচার স্মৃতির একটি অংশ হয়ে থাকে! এটি অনেক বড় পাওয়া।

বিসিএফও চায় তিনি একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা হয়ে কেবল বাংলাদেশী নয় ফ্রান্সে বসবাসরত নানা জাতিগোষ্ঠীর কাছে পৌঁছে যাক।

মিয়া মাসুদের এই সাফল্যে বিসিএফ আনন্দিত এবং স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে প্রবীণ কমিউনিটি নেতা শাহনূর চৌধুরী

বিসিএফ কমিউনিটি এওয়ার্ড ২০২৪ – পেলেন ‘ফ্রান্স দর্পণ’ প্রকাশক মিয়া মাসুদ

আপডেট সময় ০৮:০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার :বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স ( বিসিএফ)র সেরা  সফল উদ্যোক্তা এওয়ার্ড লাভ করেছেন ফ্রান্স তথা ইউরোপের জনপ্রিয় পত্রিকা ফ্রান্স দর্পণ এর প্রকাশক  তরুন ব্যবসায়ী মিয়া মাসুদ।
গত ২৪ ডিসেম্বর ( মংগলবার) সন্ধ্যায়
বিসিএফ স্টুডেন্টস এবং কমিউনিটি  এওয়ার্ড  ২০২৪ অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিত্ব শাহীন আরমান চৌধুরীর হাত থেকে মিয়া মাসুদের পক্ষে  ক্রেস্ট গ্রহন করেন ফ্রান্স দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী।
উক্ত এওয়ার্ড লাভ করায় পত্রিকার প্রকাশক মিয়া মাসুদকে অভিনন্দন জানিয়েছেন সম্পাদক শামসুল ইসলামসহ ফ্রান্স দর্পণ পরিবার।
এওয়ার্ড প্রাপ্তির নাম ঘোষণার আগে মিয়া মাসুদ সম্পর্কে তথ্য তুলে  এভাবে –
‘সফল উদ্যোক্তা’
মিয়া মাসুদ
স্বত্বাধিকারী, বিডি ফার্নিচার।
জনাব মাসুদ মিয়ার স্বপ্ন তার এই ফার্নিচারসামগ্রীকে তিনি ফ্রান্সের বিভিন্ন শহরে পৌঁছে দেবেন। তার স্বপ্ন তিনি তার ফার্নিচার নিয়ে হাজির হবেন ইউরোপের বিভিন্ন শহরে।

ফ্রান্সে তার আগমন ২০০৮ সালে। শুরুতে একটি শুশী রেস্টুরেন্টে কাজ নেন। অতঃপর নিজ দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা দিয়ে সেখানে শেফ হিসেবে দীর্ঘদিন কাজ করেন।

রেস্টুরেন্টে কাজের পাশাপাশি একটি অনলাইন ব্যবসা  করা শুরু করেন। সেটি ২০১২ সালের কথা। এক বন্ধুকে সাথে নিয়ে নিজের বাসাকেই সাপ্লাই পয়েন্ট হিসেবে ব্যবহার করা শুরু। অনলাইন প্লাটফর্ম ইউজ করে প্রথমে প্যারিসের মেসগুলোতে খাট সাপ্লাইয়ের মাধ্যমে ফার্নিচার ব্যবসার জগতে প্রবেশ। আস্তে আস্তে ফার্নিচারের চাহিদা বাড়তে থাকে। ব্যবসায়িক প্রত্যাশাও বেড়ে যায়। ইতালী, তুর্কীসহ বিভিন্ন দেশের সরবরাহকারীদের সাথে সরাসরি যোগাযোগ শুরু করেন। ২০১৮ সালে একটি গোডাউন কাম শোরুম ভাড়া নিয়ে বড় পরিসরে ব্যবসা শুরু করেন। তারপর থেকে আর তাঁকে পেছনে তাকাতে হয়নি। বর্তমানে ওবারভিলিয়েহ এবং লা কর্নোভে তার ২ টি শো-রুম আছে। সার্সেল এলাকায় আরো একটি শোরুম হবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বড় একটি গোডাউন ভাড়া নিয়েছেন।  তার এই ব্যবসা পরিচালনায় প্রায় ৩৫ জন স্থায়ী এবং অস্থায়ীভাবে কাজ করছে।

জনাব মাসুদ মিয়ার স্বপ্ন তার এই ফার্নিচারসামগ্রীকে তিনি ফ্রান্সের বিভিন্ন শহরে পৌঁছে দেবেন। তার স্বপ্ন তিনি তার ফার্নিচার নিয়ে হাজির হবেন ইউরোপের বিভিন্ন শহরে।
মিয়া মাসুদ ব্যবসা করেন, একথাটাকে ভিন্নভাবে বলতে চান। তিনি চান মানুষের সাথে সম্পর্ক গড়তে। লাভের লক্ষ্য সেখানে অনেকক্ষেত্রে গৌণ করে রাখেন। মানুষের বাসায় বাসায় তার সরবরাহ করা ফার্নিচার স্মৃতির একটি অংশ হয়ে থাকে! এটি অনেক বড় পাওয়া।

বিসিএফও চায় তিনি একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা হয়ে কেবল বাংলাদেশী নয় ফ্রান্সে বসবাসরত নানা জাতিগোষ্ঠীর কাছে পৌঁছে যাক।

মিয়া মাসুদের এই সাফল্যে বিসিএফ আনন্দিত এবং স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করছে।