সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা শহরের কান্দিরপাড় মোড়সহ আশপাশের এলাকা অবরোধ করে রেখেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) কোটা সংস্কার আন্দোলনকারীরা।
সোমবার সকাল ১০টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করে। এতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এদিকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে শহর থেকে নিয়মিত বাস আসলেও কোন বিভাগেরই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এমনকি বিভাগগুলোর চূড়ান্ত পরীক্ষাও বর্জন করে রাস্তায় আন্দোলনে নেমে পড়েন শিক্ষার্থীরা। তাছাড়া অনেক বিভাগের শিক্ষার্থীদেরই ঘোষণা দিয়ে তাদের ক্লাস পরীক্ষা বর্জন করতে দেখা গেছে।