ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৬৫ বছরের ঊর্ধ্বদের জন্য ফরাসি ভাষা ও নাগরিক শিক্ষা পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পর্তুগাল-বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আনন্দ ভ্রমণ কারাদণ্ড কার্যকরের আগে এলিসি প্রাসাদে পূর্বসূরি সারকোজিকে আমন্ত্রণ জানালেন ম্যাক্রোঁ লুভর জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি: ফ্রান্সে দোষারোপের রাজনীতি তুঙ্গে বিশ্ববিখ্যাত প্যারিস ল্যুভর জাদুঘরে চুরি ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা দেড় হাজারের বেশি মানুষের অংশগ্রহনে লন্ডনে অনুষ্ঠিত হলো ১২তম মুসলিম চ্যারিটি রান বিগত ১১৭ বছরের সব দলিল অনলাইনে যাচ্ছে, ভূমি মালিকদের করণীয় তরুণদের বিদেশমুখিতা: সুযোগ না সংকট? ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক সতর্কবার্তা”

প্যারিসের বাঙালী পাড়া ও মেট্রো ৭ (সাত)

  • আপডেট সময় ১২:১৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • ১০৩৬ বার পড়া হয়েছে

প্যারিস, ফ্রান্স থেকে, মোহাম্মাদ জাফরুল হাসান

গার দ্যো লিস্ট থেকে লা করনোভ যাবো। একজন পরামর্শ দিলো মেট্রো সাত ধরতে, তার কথা মতো দুই মিনিট হেঁটে গার দ্যো লিস্ট পৌঁছলাম আর লা করনোভ ডিটেকশনের মেট্রো ৭ এর জন্য অপেক্ষা করতে লাগলাম। যাই হোক মেট্রো আসতে আর দেরী নেই, মাত্র এক মিনিট বাকী, ঝিক ঝিক শব্দে তারই প্রমান দিচ্ছে।

এবার মেট্রোতে উঠার পালা। মানুষজনের ভীড় আর তাড়া-হুরাতে আমি ছোট্ট একজন। ভীড় ঠেলে রীতিমত যুদ্ধ করে মেট্রোতে উঠলাম। আবশ্য বসার কোন আসন পাই নি তাই দাড়িয়ে যেতে হবে। ঝিক-ঝিক আর শোঁ -শোঁ শব্দে দুর্দান্ত গতিতে মেট্রো তার পথে। এক মিনিটে মেট্রো তার পরবর্তী স্টেশনে। চারদিকে মানুষজনের ধাক্কা আর কোলাহলে আমি কিছুটা বিব্রত।

চোখ ঘুরাতে চোখের উপর পড়লো ওভারভীলা কেথসীমা। বলা আছে, ফ্রান্সে এটিনাকী বাঙালী আধ্যুষীত এলাকা। তাই মনোস্থির করলাম কেথসীমার ধূলো গায়ে মেখে নিবো। যেই চিন্তা সেই কাজ। প্রায় দশ মিনিট পর কেথসীমা পৌঁছলাম। মেট্রো থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আর অবাক হয়ে তাকিয়ে ছিলাম। এতো বাঙালীদের ভীড়। কিছু দূর আগাতে চোখে পড়লো বাঙালা রেস্টুরেন্ট আর আমারও পেটে খিদে। দেরী না করে ডুকে পড়লাম, বাঙালীবাবুদের মতো পা উঠিয়ে চেয়ারে বসলাম। তন্মধ্যে, ভদ্রলোক জানতে চাইলো কী খাবো? আমিও বলে দিলাম, ভাত-মাছ।

খাওয়া-দাওয়া শেষে আবার হাঁটা শুরু। আসংখ্য বাঙালী। বাঙালীদের মধ্যে কেউ সিলেটী, কেউ চিটাংগা, কেউ ঢাকার কেউ বা অন্য। মনে হলো, যেন বাংলাদেশে চলে এলাম। আচমকা চোক থেকে জল পড়ছে। দেশেতো নিরাপত্তা নেই।
হাঁটা-হাঁটি শেষ এখন যাবার পালা। লা করনোভ যাবো। তাই আবার মেট্রো ৭।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্যারিসের বাঙালী পাড়া ও মেট্রো ৭ (সাত)

আপডেট সময় ১২:১৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮

প্যারিস, ফ্রান্স থেকে, মোহাম্মাদ জাফরুল হাসান

গার দ্যো লিস্ট থেকে লা করনোভ যাবো। একজন পরামর্শ দিলো মেট্রো সাত ধরতে, তার কথা মতো দুই মিনিট হেঁটে গার দ্যো লিস্ট পৌঁছলাম আর লা করনোভ ডিটেকশনের মেট্রো ৭ এর জন্য অপেক্ষা করতে লাগলাম। যাই হোক মেট্রো আসতে আর দেরী নেই, মাত্র এক মিনিট বাকী, ঝিক ঝিক শব্দে তারই প্রমান দিচ্ছে।

এবার মেট্রোতে উঠার পালা। মানুষজনের ভীড় আর তাড়া-হুরাতে আমি ছোট্ট একজন। ভীড় ঠেলে রীতিমত যুদ্ধ করে মেট্রোতে উঠলাম। আবশ্য বসার কোন আসন পাই নি তাই দাড়িয়ে যেতে হবে। ঝিক-ঝিক আর শোঁ -শোঁ শব্দে দুর্দান্ত গতিতে মেট্রো তার পথে। এক মিনিটে মেট্রো তার পরবর্তী স্টেশনে। চারদিকে মানুষজনের ধাক্কা আর কোলাহলে আমি কিছুটা বিব্রত।

চোখ ঘুরাতে চোখের উপর পড়লো ওভারভীলা কেথসীমা। বলা আছে, ফ্রান্সে এটিনাকী বাঙালী আধ্যুষীত এলাকা। তাই মনোস্থির করলাম কেথসীমার ধূলো গায়ে মেখে নিবো। যেই চিন্তা সেই কাজ। প্রায় দশ মিনিট পর কেথসীমা পৌঁছলাম। মেট্রো থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আর অবাক হয়ে তাকিয়ে ছিলাম। এতো বাঙালীদের ভীড়। কিছু দূর আগাতে চোখে পড়লো বাঙালা রেস্টুরেন্ট আর আমারও পেটে খিদে। দেরী না করে ডুকে পড়লাম, বাঙালীবাবুদের মতো পা উঠিয়ে চেয়ারে বসলাম। তন্মধ্যে, ভদ্রলোক জানতে চাইলো কী খাবো? আমিও বলে দিলাম, ভাত-মাছ।

খাওয়া-দাওয়া শেষে আবার হাঁটা শুরু। আসংখ্য বাঙালী। বাঙালীদের মধ্যে কেউ সিলেটী, কেউ চিটাংগা, কেউ ঢাকার কেউ বা অন্য। মনে হলো, যেন বাংলাদেশে চলে এলাম। আচমকা চোক থেকে জল পড়ছে। দেশেতো নিরাপত্তা নেই।
হাঁটা-হাঁটি শেষ এখন যাবার পালা। লা করনোভ যাবো। তাই আবার মেট্রো ৭।