ফ্রান্সে তীব্র গরমের কারণে সাময়িকভাবে চারটি পারমাণবিক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিএফ এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।
সংবাদমাধ্যমটি জানায়, ফেসেনহাইমে দেশটির সবচেয়ে পুরাতন পরমাণুকেন্দ্র বন্ধ করা হয়েছে। এর আগে সপ্তাহের শুরুতেও আরও তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হয়। আর সবক্ষেত্রেই কারণ ছিলো একটাই। অতিরিক্ত গরম।
কর্মকর্তারা জানান, নদীর পানি দিয়ে এই কেন্দ্রগুলো ঠান্ডা রাখার চেষ্টা করা হয়। কিন্তু গরম পানির কারণে নদীতে মাছ মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে জার্মানিতেও একই ঘটনা ঘটেছে।
চলতি সপ্তাহের প্রথমে ইডিএফ-এর মুখপাত্র জানিয়েছিলেন, উৎপাদন স্থগিত হওয়া পারমাণবিক চুল্লিগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে রোন ও রাইন নদীর পানি ব্যবহার করা হয়। কিন্তু নদী দুটিতে উচ্চ তাপমাত্রা বিরাজের বিষয়টি নিবন্ধিত হওয়ার পর চুল্লিগুলোতে উৎপাদন কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বন্ধ হওয়া চার চুল্লির একটি জার্মান সীমান্তে অবস্থিত বলে জানিয়েছে রয়টার্স।
বিগত কয়েক সপ্তাহে ইউরোপজুড়ে চলছে তীব্র তাপদাহ। এতে প্রাণ হারিয়েছেন অনেকে। সুইজারল্যান্ডে চলছে খরা। হেলিকপ্টার এসোসিয়েশন ও বিমানবাহিনী হাজার হাজার গ্যালন পানি সরবরাহ করছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোন উপত্যকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত উঠতে পারে। ১৯৭৭ সালের জুলাইয়ে ইউরোপে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। রবিবার স্পেন ও পর্তুগালের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।