ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
“Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদেরকে সংবর্ধনা ও শিক্ষা সেমিনার অন্তর্বর্তীকালীন সকল সিদ্ধান্ত জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া উচিত- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করলেন সিলোট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া

ব্রেক্সিটের দিনে সহিংসতা ঠেকাতে যুক্তরাজ্য পুলিশের দাঙ্গাবিরোধী পরিকল্পনা

  • আপডেট সময় ১১:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
  • ২৬৮ বার পড়া হয়েছে

২০১৯ সালের ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হবে যুক্তরাজ্য। আর এদিনে দেশটির সীমান্ত এলাকায় যেন কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা সহিংসতা না হয়, তা নিশ্চিত করতে আগাম দাঙ্গাবিরোধী পরিকল্পনা তৈরি করেছে ব্রিটিশ পুলিশ। সেখানে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সতর্ক করা হয়েছে। ‘গোপন’ ওই নথিটি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস।
জানা গেছে, যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ কো-অর্ডিনেশন সেন্টার এ নথিটি প্রস্তুত করেছে। নথিতে সতর্ক করে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হওয়ার দিনে ‘সামরিক সহায়তার প্রয়োজন হতে পারে’। ব্রেক্সিট পরবর্তী কিছুদিন কেন্টসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ চিফ’স কাউন্সিলে (এনপিসিসি) অনুষ্ঠিতব্য বৈঠকে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

ব্রিটিশ পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর জোটটির সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কী হবে তা নিয়ে চুক্তিতে না পৌঁছাতে পারলে পরিস্থিতি খারাপ হতে পারে। দেশে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের হার বেড়ে যেতে পারে। খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে ব্রিটেন। এতে অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে।
নথিতে সতর্ক করা হয়, খাদ্য ও পণ্যের ঘাটতি তৈরি হলে জনগণের মদ্যে বিশৃঙ্খলা দেখা যেতে পারে এবং সেখান থেকে ব্যাপক উত্তেজনা তৈরি হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক কী হবে তা নিয়ে চুক্তিতে পৌঁছানো ছাড়া ব্রেক্সিট হলে সম্ভাব্য কি কি পরিণতি হতে পারে তা নিয়ে সরকার যখন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, তখনই দাঙ্গাবিরোধী পরিকল্পনার কথা জানা গেলো।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার পর চুক্তি হবে বলেই মনে করছেন তিনি। তবে সবরকমের প্রস্তুতি নিয়ে থাকার ওপরই জোর দিচ্ছেন তিনি। সাজিদ বলেন, ‘এ এক নজিরবিহীন পরিস্থিতি। তবে চুক্তির ওপর আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং চুক্তি করতে হবে। কিন্তু একই সময়ে সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্যই সরকারের সকল দফতরকে প্রস্তুত থাকতে হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

“Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা!

ব্রেক্সিটের দিনে সহিংসতা ঠেকাতে যুক্তরাজ্য পুলিশের দাঙ্গাবিরোধী পরিকল্পনা

আপডেট সময় ১১:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮

২০১৯ সালের ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হবে যুক্তরাজ্য। আর এদিনে দেশটির সীমান্ত এলাকায় যেন কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা সহিংসতা না হয়, তা নিশ্চিত করতে আগাম দাঙ্গাবিরোধী পরিকল্পনা তৈরি করেছে ব্রিটিশ পুলিশ। সেখানে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সতর্ক করা হয়েছে। ‘গোপন’ ওই নথিটি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস।
জানা গেছে, যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ কো-অর্ডিনেশন সেন্টার এ নথিটি প্রস্তুত করেছে। নথিতে সতর্ক করে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হওয়ার দিনে ‘সামরিক সহায়তার প্রয়োজন হতে পারে’। ব্রেক্সিট পরবর্তী কিছুদিন কেন্টসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ চিফ’স কাউন্সিলে (এনপিসিসি) অনুষ্ঠিতব্য বৈঠকে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

ব্রিটিশ পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর জোটটির সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কী হবে তা নিয়ে চুক্তিতে না পৌঁছাতে পারলে পরিস্থিতি খারাপ হতে পারে। দেশে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের হার বেড়ে যেতে পারে। খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে ব্রিটেন। এতে অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে।
নথিতে সতর্ক করা হয়, খাদ্য ও পণ্যের ঘাটতি তৈরি হলে জনগণের মদ্যে বিশৃঙ্খলা দেখা যেতে পারে এবং সেখান থেকে ব্যাপক উত্তেজনা তৈরি হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক কী হবে তা নিয়ে চুক্তিতে পৌঁছানো ছাড়া ব্রেক্সিট হলে সম্ভাব্য কি কি পরিণতি হতে পারে তা নিয়ে সরকার যখন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, তখনই দাঙ্গাবিরোধী পরিকল্পনার কথা জানা গেলো।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার পর চুক্তি হবে বলেই মনে করছেন তিনি। তবে সবরকমের প্রস্তুতি নিয়ে থাকার ওপরই জোর দিচ্ছেন তিনি। সাজিদ বলেন, ‘এ এক নজিরবিহীন পরিস্থিতি। তবে চুক্তির ওপর আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং চুক্তি করতে হবে। কিন্তু একই সময়ে সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্যই সরকারের সকল দফতরকে প্রস্তুত থাকতে হবে।’