ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ

বেক্সিট সফল করার প্রত্যয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র

  • আপডেট সময় ১০:৪৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
  • ২১৩ বার পড়া হয়েছে

নাচতে নাচতে স্টেজে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। উঠেই জানালেন ব্রেক্সিট নিয়ে নিজের পরিকল্পনা। তিনি বলেন, যুক্তরাজ্য ভাগ হয়ে যায় এমন সিদ্ধান্ত মানবেন না তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত জুলাই মাসে যুক্তরাজ্যের চেকার্সে অনুষ্ঠিত বৈঠকে ব্রেক্সিটের জন্য থেরেসা মে যেসব শর্তের খসড়া লিপিব্ধ করেছিলেন সেগুলোর বিষয়ে ইইউ নেতারা অস্ট্রিয়ার সালজবার্গে বৈঠকে বসেছিলেন। গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সেখানে থেরাসে মের অনুপস্থিতিতেই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, তার পরিকল্পনা সফল হবে না। মূল সমস্যা হয়ে দেখা দিয়েছে ইইউ সদস্য রাষ্ট্র আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ড অংশের মধ্যে বাণিজ্যের শর্ত নির্ধারণ নিয়ে। আইরিশ সীমান্তের বিষয়ে ইইউয়ের পরামর্শ হচ্ছে- নর্দার্ন আয়ারল্যান্ড ইউরোপীয় বাজারের অংশ হিসেবে থাকবে। আর বাকি যুক্তরাজ্য ইইউ থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, এই সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে এবং সাংবিধানিকভাবে যুক্তরাজ্যকে বিভক্ত করে ফেলবে।

বুধবার তার দলের সম্মেলনের শেষ দিনে রাখা বক্তব্য কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাকে দাঁড়িয়ে সম্মান জানান দলের সদস্যরা। থেরেসা মে আত্মবিশ্বাসী যে তার ব্রেক্সিট পরিকল্পনা সফল হবে। তিনি বলেন, যুক্তরাজ্য বিভক্ত হয় এমন কোনও চুক্তি তিনি করবেন না। এছাড়া দ্বিতীয় কোনও গণভোটের পরিকল্পনাও উড়িয়ে দেন তিনি।

থেরেসা মে বলেন, বিষয়টি নিয়ে খোলাখুলিভাবে কথা বলতে হবে আমাদের। কোনও চুক্তি সম্পাদন না করাম শুল্ক ও চেকপোস্টে নিরাপত্তা বাড়ানোয় যুক্তরাজ্য ও ইউরেপীয় ইউনিয়নই ক্ষতিগ্রস্ত হবে।

যুক্তরাজ্য আগামী বছরের মার্চ মাসে ইইউ ত্যাগ করতে যাচ্ছে। কয়েক মাস আলোচনার পর দেশটির প্রধান দলগুলোর মধ্যে ব্যাপক বিভেদ দেখা দিয়েছে। কনজারভেটিভরা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছেন আর কীভাবে ইইউ ছাড়া হবে তা নিয়ে লেবার পার্টিও দ্বিধান্বিত হয়ে আছে। তবে দুই দলের অনেকেই প্রশ্ন তুলেছেন, দ্বিতীয়বার গণভোট করার সময় পর্যাপ্ত সময় কি আসলেই আছে?

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি”

বেক্সিট সফল করার প্রত্যয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র

আপডেট সময় ১০:৪৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮

নাচতে নাচতে স্টেজে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। উঠেই জানালেন ব্রেক্সিট নিয়ে নিজের পরিকল্পনা। তিনি বলেন, যুক্তরাজ্য ভাগ হয়ে যায় এমন সিদ্ধান্ত মানবেন না তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত জুলাই মাসে যুক্তরাজ্যের চেকার্সে অনুষ্ঠিত বৈঠকে ব্রেক্সিটের জন্য থেরেসা মে যেসব শর্তের খসড়া লিপিব্ধ করেছিলেন সেগুলোর বিষয়ে ইইউ নেতারা অস্ট্রিয়ার সালজবার্গে বৈঠকে বসেছিলেন। গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সেখানে থেরাসে মের অনুপস্থিতিতেই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, তার পরিকল্পনা সফল হবে না। মূল সমস্যা হয়ে দেখা দিয়েছে ইইউ সদস্য রাষ্ট্র আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ড অংশের মধ্যে বাণিজ্যের শর্ত নির্ধারণ নিয়ে। আইরিশ সীমান্তের বিষয়ে ইইউয়ের পরামর্শ হচ্ছে- নর্দার্ন আয়ারল্যান্ড ইউরোপীয় বাজারের অংশ হিসেবে থাকবে। আর বাকি যুক্তরাজ্য ইইউ থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, এই সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে এবং সাংবিধানিকভাবে যুক্তরাজ্যকে বিভক্ত করে ফেলবে।

বুধবার তার দলের সম্মেলনের শেষ দিনে রাখা বক্তব্য কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাকে দাঁড়িয়ে সম্মান জানান দলের সদস্যরা। থেরেসা মে আত্মবিশ্বাসী যে তার ব্রেক্সিট পরিকল্পনা সফল হবে। তিনি বলেন, যুক্তরাজ্য বিভক্ত হয় এমন কোনও চুক্তি তিনি করবেন না। এছাড়া দ্বিতীয় কোনও গণভোটের পরিকল্পনাও উড়িয়ে দেন তিনি।

থেরেসা মে বলেন, বিষয়টি নিয়ে খোলাখুলিভাবে কথা বলতে হবে আমাদের। কোনও চুক্তি সম্পাদন না করাম শুল্ক ও চেকপোস্টে নিরাপত্তা বাড়ানোয় যুক্তরাজ্য ও ইউরেপীয় ইউনিয়নই ক্ষতিগ্রস্ত হবে।

যুক্তরাজ্য আগামী বছরের মার্চ মাসে ইইউ ত্যাগ করতে যাচ্ছে। কয়েক মাস আলোচনার পর দেশটির প্রধান দলগুলোর মধ্যে ব্যাপক বিভেদ দেখা দিয়েছে। কনজারভেটিভরা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছেন আর কীভাবে ইইউ ছাড়া হবে তা নিয়ে লেবার পার্টিও দ্বিধান্বিত হয়ে আছে। তবে দুই দলের অনেকেই প্রশ্ন তুলেছেন, দ্বিতীয়বার গণভোট করার সময় পর্যাপ্ত সময় কি আসলেই আছে?