ডেস্ক: ‘লা বিজ’ ফ্রান্সের এক ধরণের শুভেচ্ছা বিনিময় কৌশল। সহজ করে বললে এই কৌশলটি হলো দুই গালে চুমু খাওয়ার কৌশল। এই কৌশলের মাধ্যমে একজন অপরজনকে উষ্ণ অভিবাদন জানিয়ে আসছে এতোদিন। এবার থেকে শুভেচ্ছা বিনিময়ে ’লা বিজ‘ পরিহার করবে ফ্রান্সের বাসিন্দারা এমনই গুঞ্জন উঠেছে দেশটিতে। দীর্ঘ দুই মাস পর লকডাউন কিছুটা শিথিল করার পর এমনটিই ভাবছে বিশেষজ্ঞরা। শুভেচ্ছা বিনিময়ে ‘বিজু’ নয় অন্য বিকল্প উপায় খুঁজছে ফ্রান্স। গালে চুমু খাওয়া ছাড়াও পায়ে পা মেলানো, কনুই মেলানো এমনকি হাত মেলানোকেও করোনা সংক্রমণের কারণ হিসেবে ভাবছে তারা। দীর্ঘদিনের লালিত এই সংস্কৃতি আসলেই মানুষ পরিহার করবে কিনা তা দেখার জন্য আসন্ন গ্রীষ্মের ছুটিতে মানুষ কী করবে তা দেখতে শুধু সময়ের অপেক্ষামাত্র।
সর্বশেষ সংবাদ