ফ্রান্সে সরকারী দল থেকে বেরিয়ে যাওয়া সাংসদ অনিয়মিত অভিবাসীদের সাময়িক বৈধতা দেয়ার আহবান জানালেন সংসদে।
ফ্রান্সের জাতীয় সংসদে সরকারী দল LREM থেকে বেরিয়ে যাওয়া সাংসদ M’Jid el-Guerrab ফ্রান্সে বসবাসরত তিন লাখ অভিবাসীকে বৈধতা দেয়ার জন্য সংসদে বক্তব্য দিয়েছেন।
গত ১৫ মে সংসদে দেয়া বক্তব্যে এ সাংসদ বলেন, করোনা ভাইরাসের কারণে অনিয়মিত অভিবাসীরা অর্থনৈতিক ও স্বাস্থ্যগত সমস্যায় পড়েছে। মানবিক দিক বিবেচনায় তাদের বৈধতা দেয়ার আহবান জানান তিনি।
এ সময় তিনি ফ্রান্সের কৃষি মন্ত্রী Didier Guillaume এর সম্প্রতি কৃষি শ্রমিকের চাহিদার বিষয়ে দেয়া বক্তেব্যের উদাহরন টেনে বলেন, ফ্রান্সে ৮০ হাজার থেকে এক লাখ মৌসুমী কৃষি শ্রমিকের চাহিদা রয়েছে। অনিয়মিতদের বৈধতা দিলে এ চহিদা পুরন করা সম্ভব।
সাময়িক সময়ের জন্য বৈধতা দেয়া হলেও পরবর্তীতে তাদের কাজের চুক্তি দেখিয়ে পুর্ন বৈধতা দেয়া সম্ভব। প্রয়োজনে সংশোধনীেএনেও এটা করা দরকার।
সাংসদ M’Jid el-Guerrab এর বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী Christophe Castaner উষ্মা প্রকাশ করে বলেছেন এ রকম কিছু করা এ মুহুর্তে সম্ভব হবে না।
বি.দ্র: ফ্রান্সের যে কোন বিষয়ের আপডেট পাওয়ার জন্য আমাদের পেজ এ লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন।
সূত্রঃ ফারুক নেওয়াজ খান
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে অনিয়মিতদের বৈধতা নিয়ে ফরাসি সংসদে আলোচনা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ