যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি পণ্য আমদানির ওপর অতিরিক্ত শুল্ক বসালে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হুমকিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ার। আর ইউরোপীয় কমিশন বলেছে, মার্কিন পদক্ষেপ মোকাবিলায় ইইউ এর ২৮টি দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের এক অনুসন্ধানে দেখা যায়, ফ্রান্সের নতুন ডিজিটাল সার্ভিস ট্যাক্সে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো আক্রান্ত হবে। এছাড়া ওই তদন্তে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বিরোধ তীব্র হবে বলে ইঙ্গিত দেওয়া হয়। মঙ্গলবার ন্যাটো সম্মেলন সামনে রেখে লন্ডনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা অন্যদের পণ্যে শুল্ক বসাচ্ছে সেকারণে আমরাও শুল্ক বসাবো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শ্যাম্পেন, হাতব্যাগসহ ফ্রান্সের কয়েকটি পণ্যের ওপর একশো শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের ওই হুমকিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমেরিকান কোম্পানিগুলোর সঙ্গে বৈষম্য করে কোনও শুল্ক আরোপ করছে না ফ্রান্স। কোনও দেশকে টার্গেট করছেন না তারা। তিনি বলেন, আমেরিকা নতুন শুল্ক আরোপ করলে পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। এই ইস্যুদে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছে ইউরোপীয় কমিশনও।