ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দক্ষিণ সুরমা থানা সমাজকল্যাণ সংস্থা ফ্রান্স-এর নতুন কমিটি গঠন ফ্রান্সে ভয়াবহ আবাসন সংকট – বাংলাদেশি প্রবাসীদের সামনে নতুন চ্যালেঞ্জ অখণ্ড বাংলাদেশ আন্দোলন’ এর উদ্যোগে “পলাশী ট্র্যাজেডিও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সের সাইন-এ-মার্ন এলাকায় রাস্তায় তরুণীকে ছুরি মেরে আহত করল গৃহহীন যুবক ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত সাফ আয়োজিত “প্যারিসে ৬ষ্ঠ বারের মতো বাণিজ্য মেলা:ঈদ বাজার ২০২৫ ইতালিতে প্রবাসী বাংলাদেশী নাহিদ খুনের ঘটনায় গ্রেপ্তার -১ ইতালিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে ডিসেম্বরের মধ্যেই দেশে নির্বাচনের দাবি রোম মহানগর বিএনপির পখত দ্য পারি সেন্ট ডেনিশে “বাংলা অটো ড্রাইভিং” স্কুলের ৭ম শাখা উদ্বোধন” ফ্রান্স ক্রিকেট বোর্ড’র বাংলাদেশি সদস্যদের আমাদের কথা’র সংবর্ধনা

যেভাবে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা ফ্রি উকিল পেতে পারেন

  • আপডেট সময় ১০:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ১৪১৩ বার পড়া হয়েছে

রাজনৈতিক আশ্রয়প্রার্থীগণ যারা CNDA তে সরকারী খরচে (Free/Gratuit) উকিল নিতে চান, নতুন আইনে এখন থেকে CNDA তে আপীলের সাথে সাথেই একই দিন এবং একই সময়ে সরকারী উকিল বা aide juridictionnelle (আইনি সাহায্য) এর জন্য আবেদন করতে হবে। এখন আর আগের মতো কোন ফর্ম পুরণ করার প্রয়োজন নেই এবং ফর্মের সাথে কোন ডকুমেন্টসও জমা দিতে হবে না। আবেদনের ভিত্তিতে Cour nationale du droit d’asile এর Bureau d’aide juridictionnelle তালিকাভুক্ত একজন সরকারী উকিল দিয়ে দিবে, যাতে সাধারণত আপনার কোন পছন্দ থাকবে না। পুর্বের আইনে ইহা ছিল এক মাস এবং একটি ফর্ম পুরণ করে সাথে কিছু কাগজপত্রও জমা দিতে হতো, এবং কেউ চাইলে তার নিজের পছন্দমতো উকিলের নামও দিতে পারতো, এবং সেক্ষেত্রে প্রার্থীত উকিলের একটি অনুমোদন পত্র বা Approval letter ও কাগজপত্রের সাথেই জমা দিতে হতো, যদিও প্রায় সবাই উকিল পছন্দের দায়িত্ব Bureau d’aide juridictionnelle এর উপরই ছেড়ে দিত ।

উপরুক্ত নিয়মাবলী শুধুমাত্র CNDA এর ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোন আদালতে নয়। উল্লেখ্য, ফ্রান্সের সকল আদালতেই সরকারী উকিলের জন্য একই ফর্ম পুরণ করতে হয়, উদাহরণস্বরুপঃ Tribunal Administratif, Cour administrative d’appel, Conseil d’état, Conseil de Prud’hommes, Tribunal de commerce ইত্যাদি এবং এই সকল আদালতে সরকারী উকিলের আবেদনের পদ্ধতি পুর্বের মতই থাকবে, অর্থাৎ একটি ফর্ম পুরণ করতে হবে এবং সাথে অনেক কাগজপত্র জমা দিতে হবে এবং প্রয়োজনে আরও তথ্য দিতে হবে।

এখন ২০১৭ সালে Tribunal Administratif এবং অনেক সময় Cour administrative d’appel থেকেও কোন ফর্ম দেয়া হয় না এবং Tribunal Administratif থেকে অটোমেটিক সরকারী উকিল দেয়া হয়, যারা সর্তির বিরুদ্ধে আপীল করে তাদেরকে।

পাদটিকা-নিচের ছবির চিঠি ও সিদ্ধান্তের অর্থ হলো আপনার উকিলের সম্পুর্ণ ব্যয়ভাড় সরকার বা কমিশন বা CNDA বহন করবে, যাকে বাংলাদেশীরা সাধারণত ‘সরকারী উকিল’ বলে থাকেন। এই চিঠি পেলে অনেকে ভয় পেয়ে ভাবেন CNDA অটোরিজেক্ট দিয়ে দিল, কেউ আবার ভাবেন CNDA কেস দিয়ে দিলো। এই সমস্ত আজাইড়া ভাবনা থেকে বিরত থাকুন।

প্রসঙ্গত, ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর আবেদন অফপ্রা থেকে খারিজ হলে কমিশনে (কমিউনিটিতে প্রচলিত ভাষা) আপিল করার ক্ষেত্রে ফ্রি সরকারী উকিল পাওয়ার অধিকার আছে সকল আবেদনকারীর।
কিন্তু আবেদনকারীর অজ্ঞতা বা অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক মধ্য স্বত্ব ভোগী ৫০০ ইউরো নিয়ে সরকারী উকিল ধরিয়ে দেয়। অথচ এখানে একটা সেন্টিমও আবেদনকারীর দেয়ার কথা নয়! এদিকে সংশ্লিষ্ট প্রার্থীকে খেয়াল রাখতে হবে।

তথ্য সূত্র- সৈয়দ আবুল হাসান

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দক্ষিণ সুরমা থানা সমাজকল্যাণ সংস্থা ফ্রান্স-এর নতুন কমিটি গঠন

যেভাবে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা ফ্রি উকিল পেতে পারেন

আপডেট সময় ১০:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮

রাজনৈতিক আশ্রয়প্রার্থীগণ যারা CNDA তে সরকারী খরচে (Free/Gratuit) উকিল নিতে চান, নতুন আইনে এখন থেকে CNDA তে আপীলের সাথে সাথেই একই দিন এবং একই সময়ে সরকারী উকিল বা aide juridictionnelle (আইনি সাহায্য) এর জন্য আবেদন করতে হবে। এখন আর আগের মতো কোন ফর্ম পুরণ করার প্রয়োজন নেই এবং ফর্মের সাথে কোন ডকুমেন্টসও জমা দিতে হবে না। আবেদনের ভিত্তিতে Cour nationale du droit d’asile এর Bureau d’aide juridictionnelle তালিকাভুক্ত একজন সরকারী উকিল দিয়ে দিবে, যাতে সাধারণত আপনার কোন পছন্দ থাকবে না। পুর্বের আইনে ইহা ছিল এক মাস এবং একটি ফর্ম পুরণ করে সাথে কিছু কাগজপত্রও জমা দিতে হতো, এবং কেউ চাইলে তার নিজের পছন্দমতো উকিলের নামও দিতে পারতো, এবং সেক্ষেত্রে প্রার্থীত উকিলের একটি অনুমোদন পত্র বা Approval letter ও কাগজপত্রের সাথেই জমা দিতে হতো, যদিও প্রায় সবাই উকিল পছন্দের দায়িত্ব Bureau d’aide juridictionnelle এর উপরই ছেড়ে দিত ।

উপরুক্ত নিয়মাবলী শুধুমাত্র CNDA এর ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোন আদালতে নয়। উল্লেখ্য, ফ্রান্সের সকল আদালতেই সরকারী উকিলের জন্য একই ফর্ম পুরণ করতে হয়, উদাহরণস্বরুপঃ Tribunal Administratif, Cour administrative d’appel, Conseil d’état, Conseil de Prud’hommes, Tribunal de commerce ইত্যাদি এবং এই সকল আদালতে সরকারী উকিলের আবেদনের পদ্ধতি পুর্বের মতই থাকবে, অর্থাৎ একটি ফর্ম পুরণ করতে হবে এবং সাথে অনেক কাগজপত্র জমা দিতে হবে এবং প্রয়োজনে আরও তথ্য দিতে হবে।

এখন ২০১৭ সালে Tribunal Administratif এবং অনেক সময় Cour administrative d’appel থেকেও কোন ফর্ম দেয়া হয় না এবং Tribunal Administratif থেকে অটোমেটিক সরকারী উকিল দেয়া হয়, যারা সর্তির বিরুদ্ধে আপীল করে তাদেরকে।

পাদটিকা-নিচের ছবির চিঠি ও সিদ্ধান্তের অর্থ হলো আপনার উকিলের সম্পুর্ণ ব্যয়ভাড় সরকার বা কমিশন বা CNDA বহন করবে, যাকে বাংলাদেশীরা সাধারণত ‘সরকারী উকিল’ বলে থাকেন। এই চিঠি পেলে অনেকে ভয় পেয়ে ভাবেন CNDA অটোরিজেক্ট দিয়ে দিল, কেউ আবার ভাবেন CNDA কেস দিয়ে দিলো। এই সমস্ত আজাইড়া ভাবনা থেকে বিরত থাকুন।

প্রসঙ্গত, ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর আবেদন অফপ্রা থেকে খারিজ হলে কমিশনে (কমিউনিটিতে প্রচলিত ভাষা) আপিল করার ক্ষেত্রে ফ্রি সরকারী উকিল পাওয়ার অধিকার আছে সকল আবেদনকারীর।
কিন্তু আবেদনকারীর অজ্ঞতা বা অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক মধ্য স্বত্ব ভোগী ৫০০ ইউরো নিয়ে সরকারী উকিল ধরিয়ে দেয়। অথচ এখানে একটা সেন্টিমও আবেদনকারীর দেয়ার কথা নয়! এদিকে সংশ্লিষ্ট প্রার্থীকে খেয়াল রাখতে হবে।

তথ্য সূত্র- সৈয়দ আবুল হাসান