প্রতি বছরের ন্যায় এ বছরও ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে। এ উপলক্ষে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে সম্মিলিত একুশ উদযাপন পরিষদের পক্ষ থেকে প্যারিসের সবচেয়ে বিখ্যাত প্লাস দ্য লা রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনার স্থাপন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের র্যালী অনুষ্টানের অনুমতি নেয়া হয়েছে প্যারিস পুলিশের কাছ
থেকে। ২১ ফেব্রুয়ারি বুধবার বিকাল ২টায় একুশের র্যালীর পর শহীদ বেদীতে ফুল দেয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর একুশের গান, ছড়া, কবিতা আবৃত্তির কর্মসূচি রয়েছে। এ অনুষ্টানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা। ফ্রান্সে শতাধিক বাংলাদেশী সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন উপলক্ষে প্লাস দ্য লা রিপাবলিকে জড়ো হওয়ার প্রস্ততি নিচ্ছে। এছাড়া এদিনের র্যালীতে প্যারিসের পার্শ্ববর্তী বিভিন্ন পৌর সভার মেয়র ও তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করছেন সম্মিলিত একুশ উদ্যাপনের নেতারা।