ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালা ও লিফলেট বিতরণ প্যারিসে বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট উদ্বোধন ফ্রান্সের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর রাব্বানী খানের ফ্রান্স সিনেটের ‘মেডেল ড’অনার’ লাভ “অধিকার, স্বাধীনতা এবং সমাজের দ্বৈত মানসিকতা* ফ্রান্সে লায়েক আহমদ তালুকদারের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত অখন্ড বাংলাদেশ আন্দোলনের প্রধান হাসনাত আরিয়ান খানকে লক্ষ্য করে গুলিবর্ষণ ফ্রান্সে বিশ্ব স্বজন ফাউন্ডেশনের ১ যুগপূর্তি উদযাপন বালাগঞ্জে জামালপুর তোহফা ফাউন্ডেশনের ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরকে প্যারিস বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্মাননা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল

ফ্রান্সের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর রাব্বানী খানের ফ্রান্স সিনেটের ‘মেডেল ড’অনার’ লাভ

  • আপডেট সময় ১১:৪০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : অভিবাসীদের সমাজের মূলস্রোতে আনার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত মিউনিসিপালিটি কাউন্সিলর বাংলাদেশি কমিউনিটির সবার প্রিয় মুখ কৈশিক রাব্বানী খান

সিনেটের সর্বোচ্চ সম্মান ‘মেডেল ড’অনার ডু সিনেট’ অর্জন করেছেন।
গত শনিবার ওফিওরার হল রুমে এক অনারম্ভর অনুষ্ঠানে  Sénateur de Paris, Ian BROSSAT উপস্থিত হয়ে কৌশিক রাব্বানীর হাতে এই স্বর্ণের মেডেলটি তুলে দেন।  এই মেডেলটির গায়ে লেখা রয়েছে রাব্বানী খান।
এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাব্বানীর  গর্বিত পিতা বাংলাদেশি কমিউনিটি নেতা ইপিবিএ ও গাজিপুর জেলা সমিতির সভাপতি ফারুক খান, কমিউনিটি ব্যক্তিত্ব মো: আশরাফুল ইসলাম, ডা: হাবিবা জেসমিন, রাব্বানী খানের স্ত্রী ও একমাত্র পুত্র।
মেডেল প্রদান করে সিনেটর ইয়ান ব্রসা তার বক্তব্যে বলেন, “আজ আমরা রাব্বানি খানকে সম্মান জানিয়ে ফ্রান্সের সেই মূল্যবোধকে উদযাপন করছি যা বৈচিত্র্যের ওপর প্রতিষ্ঠিত। OFIORA-এর মতো একটি অসাধারণ প্রতিষ্ঠান হাজার হাজার অভিবাসীকে ফরাসি ভাষা শেখানো থেকে শুরু করে সমাজে সফলভাবে একীভূত হতে সাহায্য করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ফ্রান্স একটি রাজনৈতিক জাতি, যা মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, জাতিগত বিভাজনের ওপর নয়।”

তিনি আরও যোগ করেন, “আমাদের পার্লামেন্টে প্রায়ই অভিবাসীদের ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা হয়। কিন্তু রাব্বানি খান ও তার প্রতিষ্ঠানের কাজ সেই সব তর্ক-বিতর্কের চেয়ে শক্তিশালী উদাহরণ। অভিবাসীদের জীবনমান উন্নত করতে তার এই অসাধারণ অবদানই তাকে এই সম্মানের জন্য যোগ্য করে তুলেছে।”
বলেন, যে আজকে পার্লামেন্টে প্রায়ই কথা উঠে যে বিদেশীরা এখানে  মানে ফ্রান্সে ভালভাবে integrated হয় না বা হতে চায় না। তিনি আরও বলেন রাব্বানীর কাজ এখানে পার্লামেন্ট দেখলেও বুঝবে যে রাব্বানী ও তার প্রতিষ্ঠান এই বিদেশীদের ভাষা শেখানো থেকে শুরু করে বিভিন্ন ভাবে সহযোগিতা করে কিভাবে Integrated করতে সাহায্য করছে। রাব্বানী কে এই পুরস্কার টি এইজন্যই দেওয়া হয়েছে।
রাব্বানী খান এই মেডেল লাভের পর
অনুভুতি ব্যক্ত করে বলেন,  পুরস্কার গ্রহণের সময় রাব্বানি খান আবেগপ্রবণ হয়ে বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়; এটি আমাদের পুরো OFIORA পরিবারের। আমরা একসঙ্গে কাজ করেছি অভিবাসীদের জীবনে পরিবর্তন আনতে, তাদের শিক্ষা, সামাজিক ইন্টিগ্রেশন এবং জীবনের গুণগত মান উন্নত করতে। আমি এই পদকটি আমার দলের প্রতি উৎসর্গ করছি। তারা সবসময় আমার পাশে থেকেছে এবং আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আজকে থেকে আরও  বেশি কাজ করার আরও বেশি করে নিজেকে তুলে ডোরার জন্য আমি এবং আমার দোল প্ৰতীক্ষাবদ্ধ।   আজকে থেকে আরেকটি নতুন চেলেঞ্জের শুরু যেনো আমাদের কাজের ম্যান ও পরিধি বাঘের থেকে বড়  ও বেশি হয়।  ”

ফেইসবুকে অভিনন্দনের বন্যা বয়ে যায়।  কমিউনিটির বিভিন্ন শ্রেনীর মানুষ তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছে।
উল্লেখ্য  প্রথম  বাংলাদেশি হিসেবে রাব্বানি খান এই পদক লাভ করল।
ওফিওরা’র প্রতিষ্টাতা কৌশিক রাব্বানী খান দুইবছর পূর্বে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রোর সাথে  দুভাষী হিসেবে নিজ দেশে  সরকারি সফর করেন।   তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে মিউনিসিপালিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে বর্তমানে স্তা মেরিতে দায়িত্ব পালন করছেন।
ফ্রান্সের সিনেট থেকে  ফ্রান্স সিনেটের ‘মেডেল ড’অনার’ লাভ করায় রাব্বানী খানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশনের কমিউনিটি ব্যক্তিত্ব মো: আশরাফুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি শাহিন আরমান চৌধুরী,  ফ্রান্স দর্পণ পত্রিকার প্রকাশক ও বিডি ম্যুবিল ওবারভিলা স্বত্ত্বাধিকারী মিয়া মাসুদ, ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সেক্রেটারি মো: মোসাদ্দেক হোসেন সাইফুল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালা ও লিফলেট বিতরণ

ফ্রান্সের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর রাব্বানী খানের ফ্রান্স সিনেটের ‘মেডেল ড’অনার’ লাভ

আপডেট সময় ১১:৪০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার : অভিবাসীদের সমাজের মূলস্রোতে আনার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত মিউনিসিপালিটি কাউন্সিলর বাংলাদেশি কমিউনিটির সবার প্রিয় মুখ কৈশিক রাব্বানী খান

সিনেটের সর্বোচ্চ সম্মান ‘মেডেল ড’অনার ডু সিনেট’ অর্জন করেছেন।
গত শনিবার ওফিওরার হল রুমে এক অনারম্ভর অনুষ্ঠানে  Sénateur de Paris, Ian BROSSAT উপস্থিত হয়ে কৌশিক রাব্বানীর হাতে এই স্বর্ণের মেডেলটি তুলে দেন।  এই মেডেলটির গায়ে লেখা রয়েছে রাব্বানী খান।
এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাব্বানীর  গর্বিত পিতা বাংলাদেশি কমিউনিটি নেতা ইপিবিএ ও গাজিপুর জেলা সমিতির সভাপতি ফারুক খান, কমিউনিটি ব্যক্তিত্ব মো: আশরাফুল ইসলাম, ডা: হাবিবা জেসমিন, রাব্বানী খানের স্ত্রী ও একমাত্র পুত্র।
মেডেল প্রদান করে সিনেটর ইয়ান ব্রসা তার বক্তব্যে বলেন, “আজ আমরা রাব্বানি খানকে সম্মান জানিয়ে ফ্রান্সের সেই মূল্যবোধকে উদযাপন করছি যা বৈচিত্র্যের ওপর প্রতিষ্ঠিত। OFIORA-এর মতো একটি অসাধারণ প্রতিষ্ঠান হাজার হাজার অভিবাসীকে ফরাসি ভাষা শেখানো থেকে শুরু করে সমাজে সফলভাবে একীভূত হতে সাহায্য করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ফ্রান্স একটি রাজনৈতিক জাতি, যা মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, জাতিগত বিভাজনের ওপর নয়।”

তিনি আরও যোগ করেন, “আমাদের পার্লামেন্টে প্রায়ই অভিবাসীদের ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা হয়। কিন্তু রাব্বানি খান ও তার প্রতিষ্ঠানের কাজ সেই সব তর্ক-বিতর্কের চেয়ে শক্তিশালী উদাহরণ। অভিবাসীদের জীবনমান উন্নত করতে তার এই অসাধারণ অবদানই তাকে এই সম্মানের জন্য যোগ্য করে তুলেছে।”
বলেন, যে আজকে পার্লামেন্টে প্রায়ই কথা উঠে যে বিদেশীরা এখানে  মানে ফ্রান্সে ভালভাবে integrated হয় না বা হতে চায় না। তিনি আরও বলেন রাব্বানীর কাজ এখানে পার্লামেন্ট দেখলেও বুঝবে যে রাব্বানী ও তার প্রতিষ্ঠান এই বিদেশীদের ভাষা শেখানো থেকে শুরু করে বিভিন্ন ভাবে সহযোগিতা করে কিভাবে Integrated করতে সাহায্য করছে। রাব্বানী কে এই পুরস্কার টি এইজন্যই দেওয়া হয়েছে।
রাব্বানী খান এই মেডেল লাভের পর
অনুভুতি ব্যক্ত করে বলেন,  পুরস্কার গ্রহণের সময় রাব্বানি খান আবেগপ্রবণ হয়ে বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়; এটি আমাদের পুরো OFIORA পরিবারের। আমরা একসঙ্গে কাজ করেছি অভিবাসীদের জীবনে পরিবর্তন আনতে, তাদের শিক্ষা, সামাজিক ইন্টিগ্রেশন এবং জীবনের গুণগত মান উন্নত করতে। আমি এই পদকটি আমার দলের প্রতি উৎসর্গ করছি। তারা সবসময় আমার পাশে থেকেছে এবং আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আজকে থেকে আরও  বেশি কাজ করার আরও বেশি করে নিজেকে তুলে ডোরার জন্য আমি এবং আমার দোল প্ৰতীক্ষাবদ্ধ।   আজকে থেকে আরেকটি নতুন চেলেঞ্জের শুরু যেনো আমাদের কাজের ম্যান ও পরিধি বাঘের থেকে বড়  ও বেশি হয়।  ”

ফেইসবুকে অভিনন্দনের বন্যা বয়ে যায়।  কমিউনিটির বিভিন্ন শ্রেনীর মানুষ তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছে।
উল্লেখ্য  প্রথম  বাংলাদেশি হিসেবে রাব্বানি খান এই পদক লাভ করল।
ওফিওরা’র প্রতিষ্টাতা কৌশিক রাব্বানী খান দুইবছর পূর্বে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রোর সাথে  দুভাষী হিসেবে নিজ দেশে  সরকারি সফর করেন।   তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে মিউনিসিপালিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে বর্তমানে স্তা মেরিতে দায়িত্ব পালন করছেন।
ফ্রান্সের সিনেট থেকে  ফ্রান্স সিনেটের ‘মেডেল ড’অনার’ লাভ করায় রাব্বানী খানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশনের কমিউনিটি ব্যক্তিত্ব মো: আশরাফুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি শাহিন আরমান চৌধুরী,  ফ্রান্স দর্পণ পত্রিকার প্রকাশক ও বিডি ম্যুবিল ওবারভিলা স্বত্ত্বাধিকারী মিয়া মাসুদ, ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সেক্রেটারি মো: মোসাদ্দেক হোসেন সাইফুল।