মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ রাজধানী রোমের তুসকোলানা এলাকার একটি রেস্টুরেন্টের হল রোমে বর্নাঢ্য আয়োজনে পালিত হল তুসকোলানা নারী সংস্থার বর্ষবরন উৎসব, আলোচনা সভা শেষে কেক কাটেন সংগঠনের নেতৃবৃন্দরা। সংগঠনের সবাই সোনালি রং এর শাড়ীতে লাল পুতির মালা গলায় পড়ে মেতে ছিলেন আনন্দে। বাবু বাংঙ্গাল ও আতিক হাজারী গানে গানে মাতিয়ে তুলেন সবাইকে, নাচে গানে আনন্দে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। বিদেশের মাটিতে তৈরী হয় এক খন্ড বাংলাদেশ। শিশু শিল্পী তানিসা খান ও মেহরুজ এর নাচ ছিল মনমুগ্ধকর।
এতে সংগঠনের সভাপতি মেরীন খান এর সভাপতিত্বে সাধারন সম্পাদক সোনিয়া রহমান ও রুবাইয়াত ইসলাম রিতির যৌথ পরিচালনায় প্রধান উপদেস্টা মাসুমা আক্তার ও উপদেস্টা রিতা মুরাদ এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি ছিলেন নুরে আলম সিদ্দিক বাচ্চু সাবেক সভাপতি বাংলাদেশ সমিতি ইতালী, বিশেষ অতিথি খন্দকার নাসির উদ্দিন সাধারন সম্পাদক ইতালী কেন্দ্রীয় বি এন পি, সাখাওয়াত হোসাইন সভাপতি বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালী, জাহিদ হাসান খোকন সভাপতি তুসকোলানা সমাজ কল্যান সমিতি ইতালী, আমিনুল ইসলাম সহ সভাপতি বাংলাদেশ সমিতি ইতালী, লায়লা শাহ্ সভাপতি মহিলা সমাজ কল্যান সমিতি ইতালী, শান্তা সিকদার সভাপতি মহিলা সংস্থা ইতালী, সৈয়দা সামিমা জামান সাধারন সম্পাদিকা মহিলা সমাজ কল্যান সমিতি ইতালী, জেসমিন সুলতানা মিরা সি: সহ সভাপতি মহিলা সংস্থা ইতালী, নারী নেতৃ মৌসুমি মৃধা, সাহেরা বানু রানী মহিলা সম্পাদিকা বৃহত্তর ঢাকা সমিতি ইতালী , তাহমিনা আক্তার, নার্গিস আক্তার, নাসরিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথি নুরে আলম সিদ্দিক বাচ্চু তার বক্তব্যে বলেন রোমের সংগঠন গুলোর বিভিন্ন কার্জক্রমের কারনেই বাংলাদেশীরা ক্রাইম থেকে দুরে সরে থাকতে পারছেন। তুসকোলানা নারী সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে ও ভবিষ্যতে পাশে থেকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
সার্বিক সহযোগিতায় তুসকোলানা নারী সংস্থার সি: সহ সভাপতি তানজিম হোসাইন, সহ সভাপতি বিউটি আক্তার, সহ সভাপতি ডলি আক্তার, সহ সভাপতির মাফিয়া আক্তার সাথী, মুনিয়া ইসলাম, ফারহানা সিদ্দিীক, লিয়া হোসাইন, নুরুন্নানাহার, শিমুল শিপা, সিলভিয়া, রোজি, সহ আরো অনেকে।