ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজের আওতায় অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার শর্ত শিথিল করল স্পেন শহীদ আবু সাঈদসহ সবার প্রতি সালাম জানালেন বিলেতের প্রধান কবি আহমেদ ময়েজ বালাগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে মানববন্ধন প্যারিসে খিয়াং নয়ন রচিত মোটিভেশনাল বিষয়ক ‘Impression de vie’ জীবনের ছাপ বইয়ের মোড়ক উন্মোচন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে- নবাগত ওসি নির্মল দেব এর মতবিনিময় ড. মুহাম্মদ ইউনুসের নামে প্যারিসে রাস্তার নামকরণ: একটি গৌরবময় মুহূর্ত বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফ্রান্সের তুলুজে বিশাল সমাবেশ প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরজুড়ে বিক্ষুব্ধ বাংলাদেশ বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ এর মতবিনিময়

ইতালীর রোমে “নবজাগরন নারী উন্নয়ন সংস্থা”র নতুন কমিটি ঘোষণা

  • আপডেট সময় ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালীঃ নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে সমাজে কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে তুলতে কাজ করছে  রোমের নবজাগরন নারী উন্নয়ন সংস্থা। নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের মূল স্রোতধারায় তাদেরকে সম্পৃক্ত করতে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে কাজ করে এ সংগঠন। একে আরো গতিশীল করতে গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা আট ঘটিকায় রোম তুসকোলানা একটি হলরুমে নবজাগরন নারী উন্নয়ন সংস্থা তুসকোলানার কার্যকারী কমিটি ঘোষনা করা হয়।সভায় উপস্থিত নবজাগরণ নারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন তারা বলেন বিশ্বের কর্মপরিবেশে নারীর সরব উপস্থিতি নিশ্চিত করতে আমাদের একযোগে কাজ করতে হবে।প্রবাসে আমর ঐক্যবদ্ধ ভাবে থেকে আমাদের আগামী দ্বিতীয় প্রজন্মকে প্রবাসে বাংলা সাংস্কৃতিকে তুলে ধরাই আমাদের মূললক্ক, সমাজে ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন, তারা আরো বলেন নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। আজকের এই শুভ দিনে নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান তারা।পরিশেষে নবজাগরন নারী উন্নয়ন সংস্থা তুসকোলানার কমিটির সকলের উপস্থিতিতে ও সম্মতিঞমে নবাগত কমিটি গঠন করে নবাগত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিকা ইসলাম কমিটি ঘোষনা করেন। সভায় নবজাগরন নারী উন্নয়ন সংস্থা তুসকোলানা নবাগত কমিটির সভাপতি হিসেবে সানজিদা ইসলাম সংগীতা ,সাধারণ সম্পাদক লিপি আক্তার ও সাংগঠনিক সম্পাদক মনিকা ইসলাম কে মনোনিত করে কার্যকারী কমিটি পূর্ণ গঠন করা। নবজাগরন নারী উন্নয়ন সংস্থা তুসকোলানা রোম ইতালীর নবাগত কমিটিতে যারা এসেছেনঃ সভাপতি সানজিদা ইসলাম সংগীতা,সি‌নিয়র সহ সভাপ‌তি রেহানা আক্তার শিল্পী,সুলতানা বেগম লাকি, তাহমিনা খাতুন,ফরিদা ইয়াসমিন স্মৃতি, বিউটি আক্তার, সুমি আক্তার, সাধারণ সম্পাদক লিপি আক্তার ,যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া হাসান ,নুশরাত জাহান বুবলি, শিউলি শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মনিকা ইসলাম, শিমু অন্যান্যা , তানজিম হোসেন, নুরজাহান আক্তার মুনা, সহ অর্থ সম্পাদিকা লাভলি শেখ, প্রচার সম্পাদিকা নিপা আক্তার, সহ প্রচার সম্পাদিকা তানিয়া হক , সাংস্কৃতিক সম্পাদিকা নুপুর, সহ সাংস্কৃতিক সম্পাদিকা লেহনা আক্তার, ক্রীড়া সম্পাদিকা আকলিমা আক্তার,সহ ক্রীড়া সম্পাদিকা শাহনাজ আক্তার আখি, সাহিত্য বিষয়ক সম্পাদিকা সাবিনা আক্তার, দপ্তর সম্পাদিকা অঙ্জনা আক্তার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কাজের আওতায় অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার শর্ত শিথিল করল স্পেন

ইতালীর রোমে “নবজাগরন নারী উন্নয়ন সংস্থা”র নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮

মিনহাজ হোসেন ইতালীঃ নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে সমাজে কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে তুলতে কাজ করছে  রোমের নবজাগরন নারী উন্নয়ন সংস্থা। নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের মূল স্রোতধারায় তাদেরকে সম্পৃক্ত করতে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে কাজ করে এ সংগঠন। একে আরো গতিশীল করতে গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা আট ঘটিকায় রোম তুসকোলানা একটি হলরুমে নবজাগরন নারী উন্নয়ন সংস্থা তুসকোলানার কার্যকারী কমিটি ঘোষনা করা হয়।সভায় উপস্থিত নবজাগরণ নারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন তারা বলেন বিশ্বের কর্মপরিবেশে নারীর সরব উপস্থিতি নিশ্চিত করতে আমাদের একযোগে কাজ করতে হবে।প্রবাসে আমর ঐক্যবদ্ধ ভাবে থেকে আমাদের আগামী দ্বিতীয় প্রজন্মকে প্রবাসে বাংলা সাংস্কৃতিকে তুলে ধরাই আমাদের মূললক্ক, সমাজে ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন, তারা আরো বলেন নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। আজকের এই শুভ দিনে নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান তারা।পরিশেষে নবজাগরন নারী উন্নয়ন সংস্থা তুসকোলানার কমিটির সকলের উপস্থিতিতে ও সম্মতিঞমে নবাগত কমিটি গঠন করে নবাগত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিকা ইসলাম কমিটি ঘোষনা করেন। সভায় নবজাগরন নারী উন্নয়ন সংস্থা তুসকোলানা নবাগত কমিটির সভাপতি হিসেবে সানজিদা ইসলাম সংগীতা ,সাধারণ সম্পাদক লিপি আক্তার ও সাংগঠনিক সম্পাদক মনিকা ইসলাম কে মনোনিত করে কার্যকারী কমিটি পূর্ণ গঠন করা। নবজাগরন নারী উন্নয়ন সংস্থা তুসকোলানা রোম ইতালীর নবাগত কমিটিতে যারা এসেছেনঃ সভাপতি সানজিদা ইসলাম সংগীতা,সি‌নিয়র সহ সভাপ‌তি রেহানা আক্তার শিল্পী,সুলতানা বেগম লাকি, তাহমিনা খাতুন,ফরিদা ইয়াসমিন স্মৃতি, বিউটি আক্তার, সুমি আক্তার, সাধারণ সম্পাদক লিপি আক্তার ,যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া হাসান ,নুশরাত জাহান বুবলি, শিউলি শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মনিকা ইসলাম, শিমু অন্যান্যা , তানজিম হোসেন, নুরজাহান আক্তার মুনা, সহ অর্থ সম্পাদিকা লাভলি শেখ, প্রচার সম্পাদিকা নিপা আক্তার, সহ প্রচার সম্পাদিকা তানিয়া হক , সাংস্কৃতিক সম্পাদিকা নুপুর, সহ সাংস্কৃতিক সম্পাদিকা লেহনা আক্তার, ক্রীড়া সম্পাদিকা আকলিমা আক্তার,সহ ক্রীড়া সম্পাদিকা শাহনাজ আক্তার আখি, সাহিত্য বিষয়ক সম্পাদিকা সাবিনা আক্তার, দপ্তর সম্পাদিকা অঙ্জনা আক্তার।