প্যারিসের পার্শ্ববর্তী ওভেরভিলা পৌর সভার একটি ১৮ তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে একজন মহিলা ও তিন শিশুসহ অন্তত ৪ জন নিহত ও উদ্ধার কর্মীসহ আরো ৬ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোন বাংলাদেশী এ ভবনে বসবাস করেন কি না তাও প্রাথমিকভাবে জানা যায়নি। ১৮ তলা ভবনের ১৭ তলা থ্বকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে যা বহুতল এ ভবনের নিচের দিকের তলাতেও ছড়িয়ে পড়ে।
আগুন লাগা এ ভবনে ১০৮ টি পরিবার বসবাস করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।
সর্বশেষ সংবাদ
ওভারভিলায় ভয়াবহ আগুন, ৪ জন নিহত বহু আহত
ট্যাগস :