তুরস্ক থেকে অবৈধভাবে গ্রীসে ঢুকে গ্রীস পুলিশের ট্রাফিক সিগনাল অমান্য করে দ্রুতগতিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ২০ বাংলাদেশী আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনাটি পূর্ব এনগাশিয়া রোডের পার্কিং লটের নপ্সা এবং এভডা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এলাকার নোডের মধ্যে ঘটে।
এনিয়ে গ্রীসের সংবাদ মাধ্যম ভরিয়াডটজিআর সংবাদ প্রকাশ করেছে। তাদের সংবাদ থেকে জানা যায় গুরুতর আহত ৭জনের মধ্যে ৫জনকে আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকি দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তবে বড়লেখা উপজেলার গ্রীস প্রবাসী তরুন মঞ্জু জানান, দুর্ঘটনায় কমপক্ষে ২০ বাংলাদেশী আহত হয়েছেন। ৭জনকে পুলিশ নিয়ে গেছে বাকীদের সীমান্ত ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর দুইজন বিয়ানীবাজারের তরুন মুন্না ও বড়লেখার তরুন ইয়াহিয়া রয়েছেন। বাকিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রঃ বিয়ানী বাজার টাইমস