বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দল সোম বার দেশে ফেরার দিন বিকালেই প্যারিসের বিখ্যাত এভিনিউ দ্য শম্প এলিজেতে গন সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে জাতীয় বীররা একটি খুলা বাসে করে দর্শকদের ভালবাসার জবাব দেয়। তবে তখনই বিতর্ক উঠে খেলোয়াড়দের বহনকারী বাসটি কিছুটা দ্রুত গতিতে ছুটে যায়। ফলে অনেক দর্শকই তাদের জাতীয় বীরদের দেখার সুযোগ পান নি!
এ বিতর্কের মাঝেই আজ টিএফআর সাথে এক সাক্ষাৎকারে বিশ্বজয়ী দলের কোচ দিদিয়ে দেশম বলেছেন, মানুষ চাইলে দ্বিতীয় বারের মত এভিনিউ দ্য শম্প এলিজেতে আসতে পারেন তার শিষ্যরা!
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় বারের মত বিশ্বজয়ী ফ্রান্স ফুটবল দল আসছে এভিনিউ দ্য শম্প এলিজে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ