ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক

ফ্রাংকো-বাংলা ফ্রেন্ডশিপ ফেষ্টিভাল আয়োজকদের সাংবাদিক সম্মেলন

  • আপডেট সময় ০৮:২৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • ৪৩৮ বার পড়া হয়েছে

ফ্রান্সে ফরাসীদের সাথে বাংলাদেশি কমিউনিটির মিলবন্ধন স্থাপন এবং বাংলাদেশ এবং ফ্রান্সের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির উপলক্ষেই অফিওরার আয়োজনে ফ্রাংকো বাংলা ফ্রেন্ডশিপ ফেষ্টিভাল।
আর এই ফেষ্টিভালের কনসার্ট আয়োজন একটি অলাভজনক ইভেন্ড। এতে ব্যবসায়ীক কোন উদ্দেশ্য নেই। এই ফেষ্টিভালের বাজেট ধরা হয়েছে ৮৫ হাজার ইউরো। টিকেট বিক্রি, স্পন্সর থেকে প্রাপ্ত অর্থের পর সকল ব্যয়ের যোগান দিবে আভেক রাব্বানী কমার্শিয়াল। এতে বাংলাদেশ দুতাবাস কোন স্থানীয় প্রশাসনের কোন কমার্শিয়াল পার্টনারশিপ নেই।

উপস্থিত সাংবাদিকদের একাংশ


গতকাল মংগলবার সন্ধ্যায় অফিওরা হলে মিট দ্য প্রেস আয়োজন করে বাংলাদেশি সাংবাদিকদের কাছে এই তথ্য গুলো তুলে ধরেন ফ্রসে আভেক রাব্বানীর প্রতিষ্টাতা ও অফিওরার প্রেসিডেন্ট স্তা মেরি কাউন্সিলর কৌশিক রাব্বানী খান।
মিট দ্য প্রেস এর শুরুতেই তিনি সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য তুলে ধরেন এ সময় তার পাশে উপস্থিত ছিলেন তার বাবা, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক খান।
রাব্বানী খান তার লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি এই ফেষ্টিভাল আয়োজন এবং এর সাথে বাংলাদেশ দুতাবাস এবং স্থানীয় প্রশাসন স্তা মেরি’র সংশ্লিষ্টতা ব্যাখ্যা করেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট ভাবেই জানান, এই ফেষ্টিভালে বাংলাদেশ দুতাবাস দেশ থেকে শিল্পীদের ভিসা প্রসেসিং এ বিশেষ ভাবে সহযোগিতা করায় এবং স্তা মেরি স্টেডিয়াম বরাদ্ধ দেয়ায় তাদেরকে এই ফেষ্টিভালে অফিওরার আয়োজনে যুক্ত করা হয়েছে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ময়োদয়ের পরামর্শে নাম করন করা হয়েছে ফ্রাংকো বাংলা ফ্রেন্ডশিপ ফেষ্টিভাল।
লিখিত বক্তব্যে রাব্বানী আরো বলেন, এই অনুষ্ঠানটিতে স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে প্যারিসের শাহ গ্রুপ।
এই অনুষ্ঠানটি যে মাত্রায় পৌঁছে গিয়েছে সেটা আর্থিকভাবে বহন করা আমাদের পক্ষে কিংবা শুধুমাত্র স্পন্সরের মাধ্যমে সম্ভব ছিল না এবং একটি বিশাল জনস্রোত তৈরি হতে পারে যে টা সামাল দেয়া আমাদের পক্ষ্যে অসম্ভব হয়ে যেতে পারে এমন আশংকায় রাষ্ট্রদূতের পরামর্শক্রমে সকলের আয়ত্তের মধ্যে ১৫ ইউরো নির্ধারন করা হয়েছে। শুধু টিকেট বিক্রি এবং স্পন্সর দিয়ে এর ব্য মিটানো সম্ভব হবে না। সেই কারনে আভেক রাব্বানী প্রফেশনাল সার্ভিস বাকি অর্থের যোগান দিবে।
বক্তব্যের শেষ দিকে তিনি আবারো বলেন, মিউনিসিপালিটি কিংবা বাংলাদেশ সাথে কোন আর্থিক লেনদেন নেই। উক্ত অনুষ্ঠানের সকল আর্থিক বিষয়টি দেখছে অফিওরা।
গতকাল এই মিট দ্য প্রেসে স্যংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, অপু আলম, ইমরান মাহমুদ, আবু তাহির, ফেরদৌস করিম আখঞ্জী, লুতফুর রহমান বাবু, মোঃ নজমুল কবির, নয়ন মামুন, আব্দুল মালেক হিমু, মোসাদ্দেক হোসেন সাইফুল, শাহ সোহেল প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান

ফ্রাংকো-বাংলা ফ্রেন্ডশিপ ফেষ্টিভাল আয়োজকদের সাংবাদিক সম্মেলন

আপডেট সময় ০৮:২৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

ফ্রান্সে ফরাসীদের সাথে বাংলাদেশি কমিউনিটির মিলবন্ধন স্থাপন এবং বাংলাদেশ এবং ফ্রান্সের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির উপলক্ষেই অফিওরার আয়োজনে ফ্রাংকো বাংলা ফ্রেন্ডশিপ ফেষ্টিভাল।
আর এই ফেষ্টিভালের কনসার্ট আয়োজন একটি অলাভজনক ইভেন্ড। এতে ব্যবসায়ীক কোন উদ্দেশ্য নেই। এই ফেষ্টিভালের বাজেট ধরা হয়েছে ৮৫ হাজার ইউরো। টিকেট বিক্রি, স্পন্সর থেকে প্রাপ্ত অর্থের পর সকল ব্যয়ের যোগান দিবে আভেক রাব্বানী কমার্শিয়াল। এতে বাংলাদেশ দুতাবাস কোন স্থানীয় প্রশাসনের কোন কমার্শিয়াল পার্টনারশিপ নেই।

উপস্থিত সাংবাদিকদের একাংশ


গতকাল মংগলবার সন্ধ্যায় অফিওরা হলে মিট দ্য প্রেস আয়োজন করে বাংলাদেশি সাংবাদিকদের কাছে এই তথ্য গুলো তুলে ধরেন ফ্রসে আভেক রাব্বানীর প্রতিষ্টাতা ও অফিওরার প্রেসিডেন্ট স্তা মেরি কাউন্সিলর কৌশিক রাব্বানী খান।
মিট দ্য প্রেস এর শুরুতেই তিনি সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য তুলে ধরেন এ সময় তার পাশে উপস্থিত ছিলেন তার বাবা, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক খান।
রাব্বানী খান তার লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি এই ফেষ্টিভাল আয়োজন এবং এর সাথে বাংলাদেশ দুতাবাস এবং স্থানীয় প্রশাসন স্তা মেরি’র সংশ্লিষ্টতা ব্যাখ্যা করেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট ভাবেই জানান, এই ফেষ্টিভালে বাংলাদেশ দুতাবাস দেশ থেকে শিল্পীদের ভিসা প্রসেসিং এ বিশেষ ভাবে সহযোগিতা করায় এবং স্তা মেরি স্টেডিয়াম বরাদ্ধ দেয়ায় তাদেরকে এই ফেষ্টিভালে অফিওরার আয়োজনে যুক্ত করা হয়েছে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ময়োদয়ের পরামর্শে নাম করন করা হয়েছে ফ্রাংকো বাংলা ফ্রেন্ডশিপ ফেষ্টিভাল।
লিখিত বক্তব্যে রাব্বানী আরো বলেন, এই অনুষ্ঠানটিতে স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে প্যারিসের শাহ গ্রুপ।
এই অনুষ্ঠানটি যে মাত্রায় পৌঁছে গিয়েছে সেটা আর্থিকভাবে বহন করা আমাদের পক্ষে কিংবা শুধুমাত্র স্পন্সরের মাধ্যমে সম্ভব ছিল না এবং একটি বিশাল জনস্রোত তৈরি হতে পারে যে টা সামাল দেয়া আমাদের পক্ষ্যে অসম্ভব হয়ে যেতে পারে এমন আশংকায় রাষ্ট্রদূতের পরামর্শক্রমে সকলের আয়ত্তের মধ্যে ১৫ ইউরো নির্ধারন করা হয়েছে। শুধু টিকেট বিক্রি এবং স্পন্সর দিয়ে এর ব্য মিটানো সম্ভব হবে না। সেই কারনে আভেক রাব্বানী প্রফেশনাল সার্ভিস বাকি অর্থের যোগান দিবে।
বক্তব্যের শেষ দিকে তিনি আবারো বলেন, মিউনিসিপালিটি কিংবা বাংলাদেশ সাথে কোন আর্থিক লেনদেন নেই। উক্ত অনুষ্ঠানের সকল আর্থিক বিষয়টি দেখছে অফিওরা।
গতকাল এই মিট দ্য প্রেসে স্যংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, অপু আলম, ইমরান মাহমুদ, আবু তাহির, ফেরদৌস করিম আখঞ্জী, লুতফুর রহমান বাবু, মোঃ নজমুল কবির, নয়ন মামুন, আব্দুল মালেক হিমু, মোসাদ্দেক হোসেন সাইফুল, শাহ সোহেল প্রমুখ।