বৃক্ষ বন্ধু ডাকে আমায়
নেড়ে সবুজ পাতা,
তপ্ত রোদে ক্লান্ত হলে
মাথায় ধরে ছাতা।
আপদ্ কালে যখন আমার
পকেট থাকে ফাঁকা,
আত্মবলি দিয়ে বন্ধু
আনে নগদ টাকা।
কার্বনডাইঅক্সাইড খেয়ে
বায়ু করে শুদ্ধ,
অক্সিজেন না দিলে বন্ধু
জীবনটা হয় রুদ্ধ।
বিষ মেশানো ফল যদি খাও
জটিল ব্যাধি হবে,
বৃষ্টিভেজা এই আষাঢ়ে
গাছ লাগাইও সবে।