ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৬ নং এলাকার একটি বহুতল আবাসিক ভবনে আগুনে কমপক্ষে ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ধারনা করা হচ্ছে এটি একটি অপরাধজনিত কাজ। ইতিমধ্যে ৪১ বছর বয়স্ক এক মহিলাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের সন্দেহ এই মহিলা আগুন লাগিয়ে থাকতে পারে। বিভিন্ন ফরাসী গনমাধ্যমে এ মহিলাকে মানসিক বিকারগ্রস্ত বা মানসিক রোগী হিসাবে বলা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিনির্বাপণকারীরা আটকে পড়া অন্য মানুষদের খুঁজছিলেন। চেষ্টা করছিলেন জ্বলতে থাকে সব কিছু নিভিয়ে দিতে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। নগরির অগ্নি নির্বাচন বিভাগের মুখপাত্র ক্লিমেন্ট কগনোন বলেছেন, মঙ্গলবার দিনের একেবারে শুরুতে রুই আরল্যাঙ্গারে আট তলাবিশিষ্ট ওই ভবনটিতে আগুন লাগে। এরপর সেখান থেকে দুই ডজন মানুষকে উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
মধ্যরাতে ১৬ প্যারিসে বহুতল ভবনে আগুন, নিহত ৮, আহত ৩০
ট্যাগস :