মিনহাজ হোসেন, ইতালী থেকেঃ বাংলাদেশের অন্যতম জেলা শরিয়তপুরের নড়িয়া এবং জাজিরা উপজেলার বিস্তীর্ণ অঞ্চল পদ্মার প্রবল স্রোতে ভেসে গেছে। ভিটেমাটি, স্কুল, মসসিদ মাদ্রাসা-সব কিছু বিলীন হয়ে যাচ্ছে পদ্মার কড়াল গ্রাসে। বাংলাদেশের মতোই বিশ্বের অন্যান্য দেশে শরিয়তপুরবাসীরা নড়িয়া রক্ষার দাবিতে আলোচনা, মানবন্ধন অব্যাহত রেখেছে।
ইতালীর লাতিনা প্রদেশের তেররাসিনাবাসীরা নড়িয়া ও জাজিরা রক্ষার দাবিতে মানবন্ধন করেছে। ইতালী প্রবাসী শরিয়তপুরবাসীর ব্যানারে আয়োজিত মানবন্ধনে সভাপতিত্ব করেন তেররাসিনার বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ সমিতি ইতালীর সহসভাপতি আবুল কালাম।
তিনি বলেন, শরিয়তপুরবাসীরা সব সময়ই আওয়ামী লীগের সমর্থক। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দলেরই প্রধান। কাজেই আমরা অবিলম্বে নড়িয়া রক্ষায় বেড়িবাধ নির্মানের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে আবুল কালাম দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এই মানবন্ধনে উপস্থিত ছিলেন, শওকত দেওয়ান, হাবিব মুন্সি, মোকলেস বেপারী, খায়ের হাওলাদার, জাকির চোদ্দার, আজাদ গাজী, মোঃ আলম, নোভেল খান কাজল, রিপন আহমেদ, রবীন শেখ আতাউর রহমান, নারায়ন পাল, রেজাউল বেপারীসহ আরো অনেকে।
সর্বশেষ সংবাদ
শরীয়তপুরের নড়িয়া রক্ষার দাবিতে ইতালীতে মানবন্ধন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ