ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ

সম্মেলনের মাধ্যমেই ইতালী যুবলীগ হবে : ড: সাজ্জাদ হায়দার

  • আপডেট সময় ১০:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮
  • ২৩৯ বার পড়া হয়েছে

ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার ইতালী আগম‌নে সংবর্ধনা সভার আয়োজন ক‌রে‌ছে বাংলা‌দেশ আওয়ামী যুবলীগ, ইতালী শাখা। রো‌মের তর‌পিনাত্তারাস্থ সুন্দরবন রেষ্টু‌রে‌ন্টের হল‌রু‌মে শুক্রবার রাত নয়টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধার সভাপ‌তি‌ত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের প‌রিচালনায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন ইতালী আওয়ামী লী‌গের সভাপ‌তি মো: ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবাল প্রধান বক্তা হি‌সে‌বে বক্তব্য রা‌খেন।। প্রবাসী ক‌মি‌টি শ‌ক্তিশালী করার ল‌ক্ষ্যে ইতালী সফরের সংব‌র্ধিত অ‌তি‌থি ড: সাজ্জাদ হায়দার সাংগঠ‌নিক দিক নি‌র্দেশনা দেন। তি‌নি ব‌লেন, যতদ্রুত সম্ভব স‌ম্মেল‌নের মাধ্য‌মে ইতালী‌তে বাংলা‌দেশ আওয়ামী যুবলীগের শ‌ক্তিশালী ক‌মি‌টি গঠন করা হ‌বে। ত‌বে এর আগে ইতালী আওয়ামী লী‌গের সুপা‌রিসক্র‌মে এক‌টি আহ্বায়ক ক‌মি‌টি করার পরামর্শ দেন। এছাড়াও তি‌নি ব‌লেন, ইউরোপ জু‌ড়ে যুব সমাজ‌কে বঙ্গবন্ধুর আদ‌র্শে গনজোয়ার সৃ‌ষ্টি কর‌তে হ‌বে। আগামী সাধারন নির্বাচ‌নের আগেই সমগ্র ইউরো‌পের সাংগঠ‌নিক কর্মকান্ড সম্পন্ন করা হ‌বে । সংগঠ‌নের কেন্দ্রীয় আর্ন্তজা‌তিক বিষয়ক সম্পাদক ড: সাজ্জাদ হায়দার আরও ব‌লেন, রাষ্ট্র নায়ক ও শা‌ন্তির ম‌ডেল শেখ হা‌সিনা বিশ্ব দরবা‌রে গ‌র্বের সা‌থে বাংলা‌দেশ‌কে এগি‌য়ে নি‌য়ে যা‌চ্ছেন। আজ মহাকা‌শ প‌থেও বাংলাদে‌শের জয় হ‌য়ে‌ছে। দে‌শের এ উন্নয়ননের অব্যাহ‌তি রাখ‌তে হ‌লে আবারও আওয়ামী লীগ‌কে ক্ষমতায় আন‌তে দেশ বি‌দে‌শে সক‌লের এক সা‌থে কাজ কর‌তে হ‌বে। ‌তি‌নি তার বক্ত‌ব্যে বর্তমান ক‌মি‌টি ইতালীর অন্যান্য শহ‌রে যুবলী‌গের শাখা অনু‌মোদন দি‌য়ে প্রবা‌সে যুবলী‌গকে শ‌ক্তিশালী করার কার্যক্রম চা‌লি‌য়ে যা‌ওয়ার নি‌র্দেশ প্রদান ক‌রেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ইতালী যুবলী‌গের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি আতিয়া রসূল কিটন এবং সা‌বেক সাধারন সম্পাদক এম.এ রব মিন্টু বক্তব্য রা‌খেন। এছাড়াও আওয়ামী লীগের সহ সভাপতি আলি আহম্মেদ ঢালী, জাহাঙ্গীর ফরাজী সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং যুবলীগ ইতালী, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও রোম মহানগর আওয়ামীলীগ সহ অন্যান্য আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছি‌লেন। ইতালী যুব লীগ নেতকর্মীরা ব‌লেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের মাধ্য‌মে দীর্ঘ দিনের প্রতিক্ষীত নতুন কমিটির ইতালী যুবলীগের চিরচেনা সেই রুপ, সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে উজ্জ্বী‌বিত হ‌য়ে উঠ‌বে। পাশাপা‌শি ইতালী আওয়ামী লীগ‌কে আরও শ‌ক্তিশালী কর‌বে। এছাড়াও ইতালী যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক হেলাল রায়হান, দপ্তর সম্পাদক সো‌হেল বক‌সি, উপ প্রচার সম্পাদক স্বপন দাস, সম্মা‌নিত সদস্য ম‌হি উদ্দিন, রহুল আমিন তালুকদার, রেজাউল ক‌রিম রিপন, গিয়াস উদ্দিন, বাবুল হো‌সেন, র‌ফিক বেপারী, শাহাদাৎ হো‌সেন র‌নি, রা‌সেল খান সহ আরও অ‌নেকই উপ‌স্থিত ছি‌লেন। এসময় কাতা‌নিয়া যুবলী‌গের পক্ষ থে‌কে খান আব্দুস সালাম ও আন‌কোনা যুবলী‌গের পক্ষ থে‌কে স্বপন মাহমুদ অ‌তি‌থি‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি”

সম্মেলনের মাধ্যমেই ইতালী যুবলীগ হবে : ড: সাজ্জাদ হায়দার

আপডেট সময় ১০:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮

ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার ইতালী আগম‌নে সংবর্ধনা সভার আয়োজন ক‌রে‌ছে বাংলা‌দেশ আওয়ামী যুবলীগ, ইতালী শাখা। রো‌মের তর‌পিনাত্তারাস্থ সুন্দরবন রেষ্টু‌রে‌ন্টের হল‌রু‌মে শুক্রবার রাত নয়টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধার সভাপ‌তি‌ত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের প‌রিচালনায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন ইতালী আওয়ামী লী‌গের সভাপ‌তি মো: ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবাল প্রধান বক্তা হি‌সে‌বে বক্তব্য রা‌খেন।। প্রবাসী ক‌মি‌টি শ‌ক্তিশালী করার ল‌ক্ষ্যে ইতালী সফরের সংব‌র্ধিত অ‌তি‌থি ড: সাজ্জাদ হায়দার সাংগঠ‌নিক দিক নি‌র্দেশনা দেন। তি‌নি ব‌লেন, যতদ্রুত সম্ভব স‌ম্মেল‌নের মাধ্য‌মে ইতালী‌তে বাংলা‌দেশ আওয়ামী যুবলীগের শ‌ক্তিশালী ক‌মি‌টি গঠন করা হ‌বে। ত‌বে এর আগে ইতালী আওয়ামী লী‌গের সুপা‌রিসক্র‌মে এক‌টি আহ্বায়ক ক‌মি‌টি করার পরামর্শ দেন। এছাড়াও তি‌নি ব‌লেন, ইউরোপ জু‌ড়ে যুব সমাজ‌কে বঙ্গবন্ধুর আদ‌র্শে গনজোয়ার সৃ‌ষ্টি কর‌তে হ‌বে। আগামী সাধারন নির্বাচ‌নের আগেই সমগ্র ইউরো‌পের সাংগঠ‌নিক কর্মকান্ড সম্পন্ন করা হ‌বে । সংগঠ‌নের কেন্দ্রীয় আর্ন্তজা‌তিক বিষয়ক সম্পাদক ড: সাজ্জাদ হায়দার আরও ব‌লেন, রাষ্ট্র নায়ক ও শা‌ন্তির ম‌ডেল শেখ হা‌সিনা বিশ্ব দরবা‌রে গ‌র্বের সা‌থে বাংলা‌দেশ‌কে এগি‌য়ে নি‌য়ে যা‌চ্ছেন। আজ মহাকা‌শ প‌থেও বাংলাদে‌শের জয় হ‌য়ে‌ছে। দে‌শের এ উন্নয়ননের অব্যাহ‌তি রাখ‌তে হ‌লে আবারও আওয়ামী লীগ‌কে ক্ষমতায় আন‌তে দেশ বি‌দে‌শে সক‌লের এক সা‌থে কাজ কর‌তে হ‌বে। ‌তি‌নি তার বক্ত‌ব্যে বর্তমান ক‌মি‌টি ইতালীর অন্যান্য শহ‌রে যুবলী‌গের শাখা অনু‌মোদন দি‌য়ে প্রবা‌সে যুবলী‌গকে শ‌ক্তিশালী করার কার্যক্রম চা‌লি‌য়ে যা‌ওয়ার নি‌র্দেশ প্রদান ক‌রেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ইতালী যুবলী‌গের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি আতিয়া রসূল কিটন এবং সা‌বেক সাধারন সম্পাদক এম.এ রব মিন্টু বক্তব্য রা‌খেন। এছাড়াও আওয়ামী লীগের সহ সভাপতি আলি আহম্মেদ ঢালী, জাহাঙ্গীর ফরাজী সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং যুবলীগ ইতালী, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও রোম মহানগর আওয়ামীলীগ সহ অন্যান্য আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছি‌লেন। ইতালী যুব লীগ নেতকর্মীরা ব‌লেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের মাধ্য‌মে দীর্ঘ দিনের প্রতিক্ষীত নতুন কমিটির ইতালী যুবলীগের চিরচেনা সেই রুপ, সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে উজ্জ্বী‌বিত হ‌য়ে উঠ‌বে। পাশাপা‌শি ইতালী আওয়ামী লীগ‌কে আরও শ‌ক্তিশালী কর‌বে। এছাড়াও ইতালী যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক হেলাল রায়হান, দপ্তর সম্পাদক সো‌হেল বক‌সি, উপ প্রচার সম্পাদক স্বপন দাস, সম্মা‌নিত সদস্য ম‌হি উদ্দিন, রহুল আমিন তালুকদার, রেজাউল ক‌রিম রিপন, গিয়াস উদ্দিন, বাবুল হো‌সেন, র‌ফিক বেপারী, শাহাদাৎ হো‌সেন র‌নি, রা‌সেল খান সহ আরও অ‌নেকই উপ‌স্থিত ছি‌লেন। এসময় কাতা‌নিয়া যুবলী‌গের পক্ষ থে‌কে খান আব্দুস সালাম ও আন‌কোনা যুবলী‌গের পক্ষ থে‌কে স্বপন মাহমুদ অ‌তি‌থি‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।