সাইফুর রহমান,মাদ্রিদ,স্পেন।
গত(১৮ই জুন) শনিবার মাদ্রিদের লাভাপিয়েছ সংলগ্ন একটি সুনামধন্য হোটেলের হল রুমে ঢাকা ফ্রুতাস কোম্পানির স্বত্ত্বাধিকারী আল আমিন মিয়ার সভাপতিত্বে এবং তামিম ইকবাল তামিম এর সঞ্চালনায় কোম্পানির ষোল বছর পূর্তি অনুষ্টান শুরু হয়ে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা আক্তারুজ্জামান।
ঢাকা ফ্রুতাসের ষোল বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্হিত হলে অনুষ্ঠান স্হল এক মিলন মেলায় পরিণত হয়ে আনন্দঘণ পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্পেনে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ এন,ডি,সি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দূতালয় মিশন প্রধান আব্দুর রউফ মন্ডল।
প্রধান অতিথি বক্তব্যে তিনি এই প্রতিষ্টানেের উত্তরোত্তর সমৃদ্ধি কামনাসহ মাদ্রিদে বিত্তবানদের এরকম প্রতিষ্টান তৈরী করে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট জনদের মধ্যে উপস্হিত ছিলেন স্পেনের বায়তুল মোকাররম মসজিদের মোতায়াল্লী কমিউনিটির বিশিষ্ট মুরব্বী খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি আল মামুন,সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির,এনায়েতুল করিম তারেক, সাবেক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর,মিল্টন ভূইঁয়া কচি.মাসুদুর রহমান,এ,এইচ,এম জহিরুল ইসলাম প্রমূখ।
সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন ফখরুদ্দিন রাজী,সাইফুল আমিন এবং সাইফুর রহমান।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিলো লটারির মাধ্যমে
প্রথম ৫ জন বিজয়ী কে ঢাকাফ্রুতাস এর পক্ষ্য হতে পবিত্রওমরা_হজ্ব করার জন্য সৌদি আরব পাঠানো হবে
সামনের রমজান মাসে এবং
পরের ৪ জনের জন্য রয়েছে যথাক্রমে আইফোন,সামসাং মোবাইল ২টি ও একটি টেবলেট।
অনুষ্টান শেষে প্রীতিভোজের আমন্ত্রণের মাধ্যমে ঢাকা ফ্রুতাসের স্বত্বাধিকারী আল আমিন মিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন।