ফিফার বর্ষসেরা পুরস্কার গত এক দশক ধরে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে হাতবদল হয়েছিল। সেই বৃত্ত ভেঙে এবার ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড জিতলেন লুকা মদরিচ।
গত ৩০ আগস্ট চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্রতে উয়েফার বর্ষসেরা হয়েছিলেন মদরিচ। রোনালদো ও মোহাম্মদ সালাহকে টপকে প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে এই মর্যাদা পান তিনি। এবারও দুই তারকাকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট জিতলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক।
প্রথমবারের মতো ফিফা বেস্টের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছিল মদরিচের। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলের জয়ে তার অবদান ছিল দারুণ। তাছাড়া বিশ্বকাপে প্রথমবার ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে নেতৃত্ব দেন তিনি, জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।
লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলের জমকালো আয়োজনে এদিন ছিলেন না রোনালদো। সিরি ‘এ’ ব্যস্ত সূচির কারণে এই সিদ্ধান্তের কথা জানান জুভেন্টাস উইঙ্গার। বর্ষসেরা গোলের জন্য মনোনীত হলেও ব্যক্তিগত কারণে এই অনুষ্ঠানে ছিলেন না মেসি।