ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজের আওতায় অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার শর্ত শিথিল করল স্পেন শহীদ আবু সাঈদসহ সবার প্রতি সালাম জানালেন বিলেতের প্রধান কবি আহমেদ ময়েজ বালাগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে মানববন্ধন প্যারিসে খিয়াং নয়ন রচিত মোটিভেশনাল বিষয়ক ‘Impression de vie’ জীবনের ছাপ বইয়ের মোড়ক উন্মোচন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে- নবাগত ওসি নির্মল দেব এর মতবিনিময় ড. মুহাম্মদ ইউনুসের নামে প্যারিসে রাস্তার নামকরণ: একটি গৌরবময় মুহূর্ত বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফ্রান্সের তুলুজে বিশাল সমাবেশ প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরজুড়ে বিক্ষুব্ধ বাংলাদেশ বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ এর মতবিনিময়

২৭ মার্চ থেকে বাড়ছে ব্রিটিশ পাসপোর্ট ফি

  • আপডেট সময় ১০:২২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
  • ৩৫৪ বার পড়া হয়েছে

আগামী ইস্টারের আগেই ব্রিটিশ পাসপোর্টের ফি বৃদ্ধি পাচ্ছে। আর এক্ষেত্রে ১৬ বছরের নীচে শিশু কিশোরদের পাসপোর্ট ফি ২৭ শতাংশ বৃদ্ধি পাবে। শিশুদের পাসপোর্টের ফি ৪৬ পাউন্ড থেকে বেড়ে ৫৮ দশমিক ৫০ পেন্স হবে। অন্যদিকে বড়দের পাসপোর্টের ফি বৃদ্ধি পেয়ে ৭২ দশমিক ৫০ পেন্সে থেকে ৮৫ পাউন্ডে যাবে।

পার্লামেন্টে এমপিরা ভোটাভুটির মাধ্যমে পাসপোর্ট নতুন পাসপোর্ট ফি নির্ধারন করেন। যদিও লেবার পার্টি পাসপোর্ট ফি বৃদ্ধির বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু টোরি এমপিরা ভোটের মাধ্যমে তা পাশ করেন। ৩১৭ জন এমপি ভোটে অংশ নেন। এর মধ্যে ২৮৫ জন এমপি এর পক্ষে ভোট দেন।

শেডো হোম সেক্রেটারী ডায়ান এবোট পাসপোর্ট ফি বৃদ্ধির সমালোচনা করে বলেছেন, এর মাধ্যমে বিপুল সংখ্যক পরিবারের হলিডের ব্যাঘাত ঘটবে।
আগামী ২৭শে মার্চ থেকে ব্রিটিশ পাসপোর্টের নতুন ফি কার্যকর হবে। তবে নতুন পাসপোর্ট ফি আরোপ করা হবে যারা পোস্টে পাসপোর্টের জন্যে আবেদন করবেন তাদের ক্ষেত্রে। অনলাইন সার্ভিসের প্রতি সাধারণ মানুষকে আকৃষ্ট করতেই পোস্টাল সার্ভিসের ফি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে এইচএম পাসপোর্ট অফিস। এর মাধ্যমে ২০১৮-১৯ অর্থ বছরে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড আয় হবে বলেও আশা করছে এইচএমপিও।

এদিকে এইচএমপিও ধারণা করছে, নতুন ফি বৃদ্ধির খবরটি সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছার পরপরই এবং তা কার্যকবর হবার পূর্ব পর্যন্ত অতিরিক্ত প্রায় ২শ স্টাফের প্রয়োজন হতে পারে। কারণ ইউকেতে এখনো প্রতি ১০ জনের মধ্যেও মাত্র ১ জনের ঘরে ইন্টারনেট আছে। খবরটি চাউর হওয়ার সঙ্গে সঙ্গে ২৭ শে মার্চের আগেই পোস্টালে পাসপোর্টের জন্যে আবেদনের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পাসপোর্ট ফি বৃদ্ধির সঙ্গে ব্রেক্সিট বা ব্রেক্সিটের পর পাসপোর্টের রং বদলে যাওয়া ব্লু রংয়ের পাসপোর্টের যে কথাবার্তা সংবাদ মাধ্যমে আসছে তার সাথে কোনো সম্পর্ক নেই বলেও নিশ্চিত করেছে এইচএম পাসপোর্ট অফিস। এইচএমপিও প্রতি বছর প্রায় ৬য় মিলিয়ন প্সাপোর্ট হ্যান্ডল করে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কাজের আওতায় অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার শর্ত শিথিল করল স্পেন

২৭ মার্চ থেকে বাড়ছে ব্রিটিশ পাসপোর্ট ফি

আপডেট সময় ১০:২২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮

আগামী ইস্টারের আগেই ব্রিটিশ পাসপোর্টের ফি বৃদ্ধি পাচ্ছে। আর এক্ষেত্রে ১৬ বছরের নীচে শিশু কিশোরদের পাসপোর্ট ফি ২৭ শতাংশ বৃদ্ধি পাবে। শিশুদের পাসপোর্টের ফি ৪৬ পাউন্ড থেকে বেড়ে ৫৮ দশমিক ৫০ পেন্স হবে। অন্যদিকে বড়দের পাসপোর্টের ফি বৃদ্ধি পেয়ে ৭২ দশমিক ৫০ পেন্সে থেকে ৮৫ পাউন্ডে যাবে।

পার্লামেন্টে এমপিরা ভোটাভুটির মাধ্যমে পাসপোর্ট নতুন পাসপোর্ট ফি নির্ধারন করেন। যদিও লেবার পার্টি পাসপোর্ট ফি বৃদ্ধির বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু টোরি এমপিরা ভোটের মাধ্যমে তা পাশ করেন। ৩১৭ জন এমপি ভোটে অংশ নেন। এর মধ্যে ২৮৫ জন এমপি এর পক্ষে ভোট দেন।

শেডো হোম সেক্রেটারী ডায়ান এবোট পাসপোর্ট ফি বৃদ্ধির সমালোচনা করে বলেছেন, এর মাধ্যমে বিপুল সংখ্যক পরিবারের হলিডের ব্যাঘাত ঘটবে।
আগামী ২৭শে মার্চ থেকে ব্রিটিশ পাসপোর্টের নতুন ফি কার্যকর হবে। তবে নতুন পাসপোর্ট ফি আরোপ করা হবে যারা পোস্টে পাসপোর্টের জন্যে আবেদন করবেন তাদের ক্ষেত্রে। অনলাইন সার্ভিসের প্রতি সাধারণ মানুষকে আকৃষ্ট করতেই পোস্টাল সার্ভিসের ফি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে এইচএম পাসপোর্ট অফিস। এর মাধ্যমে ২০১৮-১৯ অর্থ বছরে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড আয় হবে বলেও আশা করছে এইচএমপিও।

এদিকে এইচএমপিও ধারণা করছে, নতুন ফি বৃদ্ধির খবরটি সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছার পরপরই এবং তা কার্যকবর হবার পূর্ব পর্যন্ত অতিরিক্ত প্রায় ২শ স্টাফের প্রয়োজন হতে পারে। কারণ ইউকেতে এখনো প্রতি ১০ জনের মধ্যেও মাত্র ১ জনের ঘরে ইন্টারনেট আছে। খবরটি চাউর হওয়ার সঙ্গে সঙ্গে ২৭ শে মার্চের আগেই পোস্টালে পাসপোর্টের জন্যে আবেদনের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পাসপোর্ট ফি বৃদ্ধির সঙ্গে ব্রেক্সিট বা ব্রেক্সিটের পর পাসপোর্টের রং বদলে যাওয়া ব্লু রংয়ের পাসপোর্টের যে কথাবার্তা সংবাদ মাধ্যমে আসছে তার সাথে কোনো সম্পর্ক নেই বলেও নিশ্চিত করেছে এইচএম পাসপোর্ট অফিস। এইচএমপিও প্রতি বছর প্রায় ৬য় মিলিয়ন প্সাপোর্ট হ্যান্ডল করে থাকে।