তাঁর সামর্থ্য নিয়ে খুব বেশি প্রশ্ন হয়তো কারোরই ছিল না। তবে বেশ কিছুদিন ধরেই রানখরায় ভোগার কারণে বেশ সমালোচনার মুখেই পড়েছিলেন সৌম্য সরকার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সেসব সমালোচনার জবাব ব্যাট হাতেই দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। খেলেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের ইনিংস।
ফর্মহীনতার কারণে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল এই ব্যাটসম্যানকে। প্রায় প্রতি ম্যাচে ব্যর্থতার ফলস্বরূপ এবারের ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা হয়নি এই তারকার। কিন্তু নিজের প্রিয় ফরম্যাটে ফিরে আসায় অবাক হয়নি কেউই। কারণ নির্বাচকদের আস্থা ছিল এই ফরম্যাটে নিজেকে প্রমাণ করবেন তিনি। নিজের যোগ্যতার প্রমাণও দিয়েছেন এই তারকা। পেয়েছেন টি- টোয়েন্টি ফরম্যাটের প্রথম হাফ সেঞ্চুরির দেখা। ৩২ বলে ৫১ রানের বেশ গতিশীল এক ইনিংস খেলে ছন্দে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।দ্রুত গতির এই ইনিংস খেলে কুশাল মেন্ডিসের বলে এলবিডব্লিউইয়ের ফাঁদে পড়েন তিনি। সামান্য চোটের কারণে অবশ্য এই ওপেনারকে খুঁড়িয়েই মাঠ ছাড়তে হয়।
এ পর্যন্ত টি- টোয়েন্টিতে ২৭ ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। নিজের ঝুলিতে যোগ করেছেন ৫৮৫ রান।