ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অভাগার উপাখ্যান- রকিবুল ইসলাম

  • আপডেট সময় ১০:১৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে
এই যে নিঝুম নিশি!
এই আলো-আঁধারীর খেলা!
মেঘে ঢাকা চাঁদের আঁধারভেদী উঁকি। অতঃপর,মেঘমালা সরিয়ে সমস্ত গগনকে নীলাভ আলোয় উদ্ভাসিত করা।
নীল চাঁদোয়ায় মোড়ানো রজনীর এই নৈসর্গিক,মনোরম,মনোলোভা পরিবেশে
স্বীয় সত্ত্বাকে আমোদের ভেলায় ভাসিয়ে দেওয়া।
কভু আবার সকল কিছুই অমাবস্যার ঘোর আঁধারে নিমজ্জিত হওয়া।
সবকিছুই একজন তোমাকে নিয়ে
যে তুমি আমার জীবনে তোমার উত্থান ও আমার পতনের গল্পের ধুলোপড়া পান্ডুলিপি!
যার প্রতিটি পরতে পরতে,প্রতিটি ছত্রে ছত্রে মিশে আছে বেদনার নীল রঙে আঁকা এক অভাগার কালজয়ী উপাখ্যান।
যাকে তুমি বুঝতে চাওনি কখনো কোনভাবেই!
হয়ত বুঝবে না কোনদিন
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্স বিএনপির স্থবিরতা নিয়ে হতাশ কর্মী সমর্থকরা

অভাগার উপাখ্যান- রকিবুল ইসলাম

আপডেট সময় ১০:১৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
এই যে নিঝুম নিশি!
এই আলো-আঁধারীর খেলা!
মেঘে ঢাকা চাঁদের আঁধারভেদী উঁকি। অতঃপর,মেঘমালা সরিয়ে সমস্ত গগনকে নীলাভ আলোয় উদ্ভাসিত করা।
নীল চাঁদোয়ায় মোড়ানো রজনীর এই নৈসর্গিক,মনোরম,মনোলোভা পরিবেশে
স্বীয় সত্ত্বাকে আমোদের ভেলায় ভাসিয়ে দেওয়া।
কভু আবার সকল কিছুই অমাবস্যার ঘোর আঁধারে নিমজ্জিত হওয়া।
সবকিছুই একজন তোমাকে নিয়ে
যে তুমি আমার জীবনে তোমার উত্থান ও আমার পতনের গল্পের ধুলোপড়া পান্ডুলিপি!
যার প্রতিটি পরতে পরতে,প্রতিটি ছত্রে ছত্রে মিশে আছে বেদনার নীল রঙে আঁকা এক অভাগার কালজয়ী উপাখ্যান।
যাকে তুমি বুঝতে চাওনি কখনো কোনভাবেই!
হয়ত বুঝবে না কোনদিন