এই যে নিঝুম নিশি!
এই আলো-আঁধারীর খেলা!
মেঘে ঢাকা চাঁদের আঁধারভেদী উঁকি। অতঃপর,মেঘমালা সরিয়ে সমস্ত গগনকে নীলাভ আলোয় উদ্ভাসিত করা।
নীল চাঁদোয়ায় মোড়ানো রজনীর এই নৈসর্গিক,মনোরম,মনোলোভা পরিবেশে
স্বীয় সত্ত্বাকে আমোদের ভেলায় ভাসিয়ে দেওয়া।
কভু আবার সকল কিছুই অমাবস্যার ঘোর আঁধারে নিমজ্জিত হওয়া।
সবকিছুই একজন তোমাকে নিয়ে
যে তুমি আমার জীবনে তোমার উত্থান ও আমার পতনের গল্পের ধুলোপড়া পান্ডুলিপি!
যার প্রতিটি পরতে পরতে,প্রতিটি ছত্রে ছত্রে মিশে আছে বেদনার নীল রঙে আঁকা এক অভাগার কালজয়ী উপাখ্যান।
যাকে তুমি বুঝতে চাওনি কখনো কোনভাবেই!
হয়ত বুঝবে না কোনদিন