সিলেট ডেস্কঃ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, রেজিঃ নং এস-১২০৬৮ এর দক্ষিণ সুরমা উপজেলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক করোনা আক্রান্ত মিটন চন্দ্র দাসের শারিরিক অবস্থা উন্নতির দিকে; Zoom মিটিংএ তিনি নিজেই জানান।
সমিতির দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি নাছির মাহমুদের উদ্যোগে কোভিড-১৯ আক্রান্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মিটন চন্দ্র দাসের শারিরিক অবস্থার খোঁজ খবর নেয়ার উদ্দেশ্যে এক ভার্চুয়াল মিটিং রবিবার রাত ৯ ঘটিকায় অনুষ্টিত হয়।
উক্ত ভার্চুয়াল মিটিং এ প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিলেটের প্রাথমিক শিক্ষা পরিবারের কর্ণধার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজীদ খাঁন।
নাছির মাহমুদের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্টিত উক্ত ভার্চ্যুয়াল মিটিং এ বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ADPEO আব্দুল মুন্তাকিম, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী শিক্ষা অফিসার মুসলিমা বেগম ও লুৎফুর রহমান।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির, কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সামছুদ্দীন মাসুদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেরা বেগম, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এছাড়া সমিতির জেলা কমিটির সহ-সভাপতি স্বপন তালুকদার, ছাইদুল আলম রাজ্জাক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, জেলা সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সিবলু, ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দেবাংশু তালুকদার, আপ্তাব মিয়া, সদর উপজেলা শাখার যুগ্ম-সম্পাদক রহমত উল্ল্যাহসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ এবং দক্ষিণ সুরমা উপজেলার অর্ধ-শতাধিক সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকবৃন্দ এই ভার্চ্যুয়াল সভায় সংযুক্ত হন।
এই মিটিং এ DPEO মহোদয় নিজে অসুস্থ মিটন চন্দ্র দাসের শারিরিক অবস্থার খোঁজ খবর নেন এবং প্রাথমিক শিক্ষকদের সুখে- দু:খে সবার পাশে থাকার অঙ্গীকার পূণ: ব্যক্ত করেন। এ সময় মিটন চন্দ্র দাস এর শারিরিক অবস্থা উন্নতির কথা জানিয়ে DPEO মহোদয় সংকট কালীন যারাই উনার খোঁজ খবর নিয়েছেন এবং সাহস যুগিয়ে যাচ্ছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিশেষে সভাপতি সাহেব অংশগ্রহণকারী সবাইকে ধন্যনাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।