মাস ব্যাপী দাপুটে ফুটবল খেলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আজ দেশে ফিরসে বীর ফরাসি ফুটবলাররা। আজ
সোমবার বিকাল ৩ টা ৫৫ মিনিটে ফরাসী বীরদের বহনকারী বিশেষ বিমানটি শার্ল দ্য গল বামান বন্দরে অবতরণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেখান থেকে খেলোয়া, কোচ ও কর্মকর্তাসহ ১৫০ জনের বীর বাহিনীকে বরন করবে জাতি। আর তাদেরকে বরন করতে প্রস্তুত ফ্রান্স। আজ বিকাল পাঁচটায় বিশ্বের সবচেয়ে সুন্দরতম এভিনিউ খ্যাত এভিনিউ দ্য শম্প এলিজেতে এ সংবর্ধনার আয়োজন করা হবে। আশা করা হচ্ছে লাখ লাখ ফরাসি অংশ নেবেন তাদের প্রানের প্রিয় বীর ফুটবলারদের স্বাগত জানাতে। একই ভাবে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলকেও স্বাগত জানানো হয়েছিল এই এভিনিউ দ্য শম্প এলিজেতে।
আর এ জন্য প্যারিস পুলিশ নিয়েছেন কড়া নিরাপত্তা ব্যবস্থা। এ এলাকায় প্রায় ২ হাজার পুলিশের নিরাপত্তা বলয় গড়ে তুলা হবে।
এদিকে শম্প এলিজের অনুষ্টান শেষ হওয়ায় পর বিশ্বজয়ী ফুটবল দল সরাসরি চলে যাবে ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর এলিজে প্রাসাদে। সেখানে তাদের রাজকীয় সম্মাননা প্রদান করা হবে।
তবে সকাল থেকে শম্প এলিজে এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রন আরোপ করা হবে।