প্রেস বিজ্ঞপ্তি- সিলেট সিটি নির্বাচনে একটি পরিকল্পিত নগরি গড়তে বর্তমান মেয়র আরিফুল হককে পুনরায় নির্বাচিত করতে নগর বাসীকে আহবান জানিয়েছেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা। এক বিবৃতিতে জনাব রেজা বলেন, আরিফুল হক সিলেট নগরীকে দখলমুক্ত করতে যে কার্যক্রম পরিচালনা করেছেন তার সুফল নগরবাসী পেতে শুরু করেছেন। শহরের ছোট রাস্থাগুলোকে প্রভাবশালীদের কব্জামুক্ত করে নগরির যানযট কমাতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। তিনি নগরীর ছড়াগুলোকে অবৈধ দখলমুক্ত করে নগরকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করেছেন। কিন্তু একাজে তিনি সরকারের সহযোগিতা পাননি বলে তার অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে। তাছাড়া তাকে বিনা অপরাধে দীর্ঘদিন কারাবন্ধী রাখা হয়েছে। নির্বাচিত হওয়ার পরও মেয়রের চেয়ারে বসতে পারেননি।
এখন নগরবাসির সামনে ভোটের মাধ্যমে এসব অন্যায় জোলুমের জবাব দেয়ার সময় এসেছে।
সর্বশেষ সংবাদ
আরিফুল হককে নির্বাচিত করতে ফ্রান্স বিএনপি নেতা রেজাউলের আহবান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ