ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদেরকে সংবর্ধনা ও শিক্ষা সেমিনার

ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল এর জার্সি উন্মোচন ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

  • আপডেট সময় ০৯:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

নজমুল কবিরঃ
বাংলাদেশীদের ক্রিকেট নিয়ে উন্মাদনা এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে। নানা কারনে অভিবাসী বাংলাদেশীরা তাদের ক্রিকেট ক্রেজকে সাথে নিয়ে যায়। কেননা রক্তের ভেতর এখন কেবলি ব্যাটে বলের খেলা। তাই মোটামুটি ক্রিকেটামুদে ১০/১২ জন একত্রিত হতে পারলেই নিশ্চিতভাবে একটি ক্রিকেট ক্লাব গড়ে উঠবে – এটি এখন বাস্তবতা। ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল অমন ক্রেজ থেকেই গড়ে উঠেছে। ঠিক যেমনটি প্যারিস শহরে অভিবাসী বাংলাদেশীদের হাত ধরে বেশ কয়েকটি ক্লাব ইতোমধ্যেই গড়ে উঠেছে। শুধু কী তাই? ফ্রান্সের জাতীয় ক্রিকেট স্কোয়াডে জুবাইদ আহমেদের মত স্টার খেলোয়াড়রা স্থান করে নিচ্ছে, ওহিদুজ্জামান টিপুদের মত যুবকেরা ফ্রান্স ক্রিকেটের নীতি-নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখছে। এটি ভাল লাগার, অবশ্যই গর্বের।

প্রবাসজীবনে ব্যস্ততার ফাঁক গলে মূল্যবান সময়কে মাঠে-ময়দানে, ক্রিকেটীয় সাংগঠনিক কর্মকান্ডে জড়িয়ে রাখবার প্রতি এই যে দূর্নিবার টান, এটির ফিরতি ফলাফল হিসেবে ফ্রান্স ক্রিকেটের জাতীয় দলের লাইন-আপে জুবাইদ আহমেদের মত আরো বাংলাদেশী স্থান করে নেবে এমন প্রত্যাশা অমূলক নয়।

রোববার (২৩ এপ্রিল) প্যারিসের একটি রেস্টুরেন্টে ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং স্পন্সরগণ এমন প্রত্যাশা ব্যক্ত করেন। বিশ্ব ক্রিকেটাঙ্গনে বাংলাদেশ একটি আতঙ্কের নাম। শীর্ষ সকল ক্রিকেট টীম বাংলাদেশের বোলিং ব্যাটিং চ্যালেঞ্জে নত হয়ে, পরাজয় বরণ করে মাথা নীচু করে প্যাভিলিয়নমুখী হয়েছে – এমন দৃশ্য ক্রিকেট বিশ্ব দেখেছে অবাক বিস্ময়ে, বহুবার। জুবাইদদের মত খেলোয়াড়রা একদিন ফ্রান্স জাতীয় ক্রিকেট টীমকেও সেই উচ্চতায় নিয়ে যাবে। ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল টীম থেকে অমন খেলোয়াড় বের হয়ে আসবে। এমন প্রত্যাশা অমূলক নয় – নেতৃবৃন্দ তেমনিই বললেন। আর তারা গুরুত্ব দিলেন, খেলাকে পেশাদারিত্বের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে। কমিটমেন্ট, নিয়মিত চর্চা, সময়ানুবর্তিতার ওপরও গুরুত্ব দিলেন তারা।
ক্লাবের সভাপতি শাহীন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জিলাল আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিএফ এর সভাপতি এমডি নূর, স্পন্সর মনডিয়াল ট্রাভেলস এন্ড টুরস এর স্বত্বাধিকারী ইব্রাহীম হাসান, বিডি ফার্নিচার এর স্বত্বাধিকারী বিএম সেলিম রেজা, ফ্রান্স জাতীয় টীমের খেলোয়াড় জুবাইদ আহমেদ, বিসিসিপি সভাপতি ওহিদুজ্জামান টিপু, দলীয় অধিনায়ক সোহাগ ইসলাম, সহ সাধারণ সম্পাদক সরকার সজিব, টিম ম্যানেজার সাজীবুল ইসলাম, কোষাধ্যক্ষ লিটন মল্লিক, সহ কোষাধ্যক্ষ অভিজিত জিতু, ইয়াসিন সিকদার।
তায়েফ আহমদ, রুবেল আহমেদ, মুহিবুর সামি, আজিত দেব, কামরুজ্জামান, জাফর আহমদ, মনটি, আহমেদ কলিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে কেক কেটে ক্লাবের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব

ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল এর জার্সি উন্মোচন ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

আপডেট সময় ০৯:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

নজমুল কবিরঃ
বাংলাদেশীদের ক্রিকেট নিয়ে উন্মাদনা এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে। নানা কারনে অভিবাসী বাংলাদেশীরা তাদের ক্রিকেট ক্রেজকে সাথে নিয়ে যায়। কেননা রক্তের ভেতর এখন কেবলি ব্যাটে বলের খেলা। তাই মোটামুটি ক্রিকেটামুদে ১০/১২ জন একত্রিত হতে পারলেই নিশ্চিতভাবে একটি ক্রিকেট ক্লাব গড়ে উঠবে – এটি এখন বাস্তবতা। ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল অমন ক্রেজ থেকেই গড়ে উঠেছে। ঠিক যেমনটি প্যারিস শহরে অভিবাসী বাংলাদেশীদের হাত ধরে বেশ কয়েকটি ক্লাব ইতোমধ্যেই গড়ে উঠেছে। শুধু কী তাই? ফ্রান্সের জাতীয় ক্রিকেট স্কোয়াডে জুবাইদ আহমেদের মত স্টার খেলোয়াড়রা স্থান করে নিচ্ছে, ওহিদুজ্জামান টিপুদের মত যুবকেরা ফ্রান্স ক্রিকেটের নীতি-নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখছে। এটি ভাল লাগার, অবশ্যই গর্বের।

প্রবাসজীবনে ব্যস্ততার ফাঁক গলে মূল্যবান সময়কে মাঠে-ময়দানে, ক্রিকেটীয় সাংগঠনিক কর্মকান্ডে জড়িয়ে রাখবার প্রতি এই যে দূর্নিবার টান, এটির ফিরতি ফলাফল হিসেবে ফ্রান্স ক্রিকেটের জাতীয় দলের লাইন-আপে জুবাইদ আহমেদের মত আরো বাংলাদেশী স্থান করে নেবে এমন প্রত্যাশা অমূলক নয়।

রোববার (২৩ এপ্রিল) প্যারিসের একটি রেস্টুরেন্টে ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং স্পন্সরগণ এমন প্রত্যাশা ব্যক্ত করেন। বিশ্ব ক্রিকেটাঙ্গনে বাংলাদেশ একটি আতঙ্কের নাম। শীর্ষ সকল ক্রিকেট টীম বাংলাদেশের বোলিং ব্যাটিং চ্যালেঞ্জে নত হয়ে, পরাজয় বরণ করে মাথা নীচু করে প্যাভিলিয়নমুখী হয়েছে – এমন দৃশ্য ক্রিকেট বিশ্ব দেখেছে অবাক বিস্ময়ে, বহুবার। জুবাইদদের মত খেলোয়াড়রা একদিন ফ্রান্স জাতীয় ক্রিকেট টীমকেও সেই উচ্চতায় নিয়ে যাবে। ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল টীম থেকে অমন খেলোয়াড় বের হয়ে আসবে। এমন প্রত্যাশা অমূলক নয় – নেতৃবৃন্দ তেমনিই বললেন। আর তারা গুরুত্ব দিলেন, খেলাকে পেশাদারিত্বের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে। কমিটমেন্ট, নিয়মিত চর্চা, সময়ানুবর্তিতার ওপরও গুরুত্ব দিলেন তারা।
ক্লাবের সভাপতি শাহীন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জিলাল আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিএফ এর সভাপতি এমডি নূর, স্পন্সর মনডিয়াল ট্রাভেলস এন্ড টুরস এর স্বত্বাধিকারী ইব্রাহীম হাসান, বিডি ফার্নিচার এর স্বত্বাধিকারী বিএম সেলিম রেজা, ফ্রান্স জাতীয় টীমের খেলোয়াড় জুবাইদ আহমেদ, বিসিসিপি সভাপতি ওহিদুজ্জামান টিপু, দলীয় অধিনায়ক সোহাগ ইসলাম, সহ সাধারণ সম্পাদক সরকার সজিব, টিম ম্যানেজার সাজীবুল ইসলাম, কোষাধ্যক্ষ লিটন মল্লিক, সহ কোষাধ্যক্ষ অভিজিত জিতু, ইয়াসিন সিকদার।
তায়েফ আহমদ, রুবেল আহমেদ, মুহিবুর সামি, আজিত দেব, কামরুজ্জামান, জাফর আহমদ, মনটি, আহমেদ কলিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে কেক কেটে ক্লাবের কার্যক্রম উদ্বোধন করা হয়।