টুরিজম সেক্টরের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যাবসার প্রসার ও সেবার উৎকৃষ্ট মানের নিশ্চয়তার অঙ্গীকার নিয়ে Manager Travels আজ ( ২৫ জুন, বৃহস্পতিবার) তার যাত্রা শুরু করলো ফ্রান্সে। প্যারিস ১০ এর বাঙালী ব্যবসায়ীদের আধিপত্যের স্বাক্ষর রেখে গার দু নর্দে এই ট্রাভেল এজেন্সির উদ্বোধন করা হয়। মেহমুদ আলম (RIA র আলম ভাই নামে যিনি সর্বাধিক পরিচিত) এই প্রতিষ্ঠানের কর্নধার এবং তার কন্যা সানজিদা আলম এর তত্বাবধানে থাকবেন।
Sanjida Alam. UK এর Westerners university থেকে Biomedical science a masters করা। Travel & tourism এর ওপর উচ্চতর পড়াশুনা করছেন Oxford এ। সানজিদা সায়েন্স নিয়ে পড়াশুনা করলেও বাবার পথ ধরে বিজনেসের দিকেই তার আগ্রহ। সেকারনেই Manager Travels দিয়ে তার ব্যবসাক্ষেত্রে ডেবু। লন্ডনে পড়াশুনা করেও ফিরে এসেছেন প্যারিসে।
Manager Travels এর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত ডঃ আজহার মোহাম্মদ মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্যারিসের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যাবসায়ী, সাংবাদিক এবং বিপুলসংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলো।