মিনহাজ হোসেন ইউরোপ বুরো প্রধানঃ ইতালিতে লকডাউন শিথিলের প্রথম দিন বিপুল সংখ্যক মানুষ কাজে যোগদানের উদ্দেশ্যে রাস্তায় বের হয়। সরকারের ধারণা মতে, পুরোদেশে ৪৫ লাখ মানুষ ঘর থেকে বের হয়েছে। তবে বিনা কারণেও অনেক মানুষকে দেখা গেছে ঘরের বাইরে। কেউ কেউ বলছেন, লকডাউন এর সূচনা সাল সুযোগেই তারা বের হয়েছেন।
ইতালির রাজধানী রোমেই ঘর থেকে বের হয়েছে ৫ লাখ ৪০ হাজার মানুষ।
এদিকে ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই কাজে যোগদানের সুযোগ পেয়েছে। বার -রেস্টুরেন্ট পরিপূর্ণভাবে না খোলায় তারা এখনো ঘরে বন্দী। প্রবাসীরা মনে করেন, খুব শিগগিরই ইতালিতে সুদিন ফিরে আসবে।
করোনা ভাইরাসে ইতালির সবচেয়ে বেশি আক্রান্ত উত্তরাঞ্চলীয় শহর গুলোতে মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর কাছে ফিরে আনন্দিত অনেকেই।
দেশটিতে লকডাউন শিথিল হলেও ঘরের বাইরে মাক্স এবং গ্লাভস পরে চলাফেরা করতে হবে। মানতে হবে সামাজিক দূরত্বও। বাস মেট্রো ট্রেনসহ সকল যানবাহনে এক-তৃতীয়াংশ যাত্রী বহন করা যাবে। এসব যানবাহনে ১ মিটার দূরত্ব রেখে মার্কিং করা হয়েছে।
ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমতে থাকায় সরকার সিদ্ধান্ত নিলেও নতুন করে আক্রান্ত বাড়লে আবারও আরোপিত হতে পারে পরিপূর্ণ লকডাউন।
সর্বশেষ সংবাদ
ইতালিতে লকডাউন শিথিলের প্রথম দিন কেমন গেলো
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ