মিনহাজ হোসেন ইতালীঃ
আমার নেত্রী আমার মা
বন্দী থাকতে দিব না।
শ্লোগান কে সামনে রেখে গত ২৬আগস্ট রবিবার ইতালির রাজধানী রোমের প্রান কেন্দ্র তরপিনাত্তারা সুন্দরবন রেষ্টুরেন্ট হল রুমে বাংলাদেশ জাতিয়াতাবাদী দল (বিএনপি) আদর্শে বিশ্বাসী ও সমর্থীত ইতালি বিএনপি নেতা কর্মীবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবি জানিয়ে ইতালিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ ঘোষনা করেন এবং সাংবাদিক সম্মেলনে প্রেস রিলিজ প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত বেগম খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ ইতালি আহবায়ক শাহ্ মোহাম্মাদ তাইফুর রহমান ছোটন, যুগ্ন আহবায়ক হাসানুজ্জামান কামরুল,এডঃ কামরুজ্জামান, নূরুল আবছার, লায়লা শাহ্,মীর্জা আব্দুর সালাম পিন্টু,খান রবিন,
সদস্য সচিব হুমায়ন কবির, আনিমুর রহমান সালাম, ও মাহমুদুল হাসান আবু সাঈদ ভূয়া সহ অনেকে।
সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতা ও নব গঠিত বেগম খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক শাহ্ মোহাম্মাদ তাইফুর রহমান ছোটনের উপস্থাপিত লিখিত বক্তব্যের পূর্ণ বিবরণঃ
আসসালামুয়ালাইকুম।
বর্তমানে বাংলাদেশের অবৈধ আওয়ামী সরকারের বেপরোয়া গনহত্যা, গুম, হামলা ও মামালার মাধ্যমে দেশে রাজনৈতিক স্বাভাবিক কোন পরিবেশ নেই। অনৈতিক কর্মকান্ডে দেশের রাজনৈতিক অংগন আজ গভীর সংকটে। এই সংকট হতে উত্তরনে জনগনের ভোটের মাধ্যমে একটি গনতান্ত্রিক সরকার পুন:প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
বর্তমানে দেশের অবৈধ আওয়ামী সরকারের বাংলাদেশের রাষ্ট্রিয় ক্ষমতা অবৈধ ভাবে দখল করে রাখার উদ্যেশ্য বাংলাদেশে মানুষের সংখ্যা গরিষ্ঠ জনগনে সমর্থিত রাজনৈতি দল বিএনপিকে ও বাংলাদেশের মানুষের কণ্ঠ আজ বন্দুকের নল ঠেকিয়ে দাবিয়ে রাখার সকল প্রকার অপচেষ্ঠা করছে। যা জার্মানের হিটলারের অত্যাচারের নজির অতিক্রম করেছে।
২০১৮ সালে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনে জনগনের নন্দিত নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাহিরে রাখার উদ্দ্যেশ্য ষড়যন্ত্রমুলক ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারা অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং বিএনপি ধ্বংস করার সকল নীল নক্সা বাস্তবায়নের পথে বাধাহীন ভাবে এই সরকার সকল অনৈতিক কাজ করে চলেছে।
এ সরকার বেগম খালেদা জিয়ার নাগরিক অধিকার হরন করে তার আদালতের জামিন পাবার পরেও একের পরে এক ভুয়া মামলায় শোন এরেষ্ট দেখিয়ে কারা অবরুদ্ধ করে রাখছে।
বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আন্দালন গড়ে তুলার লক্ষ্যে ইতালীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রাম পরিষদ গঠন করা হল।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আগামী ১৭ই সেপ্টেম্বর ২০১৮ তারিখে রোমে পিয়াচ্ছা এসকুলিনোতো সকাল ১০টায় এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও গনমিছিলের আয়োজন করা হয়েছে।
উক্ত সমাবেশ সফল করতে ইতালী প্রবাসী সর্বস্তরের জনগনেকে আহ্বান জানানো যাচ্ছে।
বেগম খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ – ইতালীর আহবায়ক কমিটিঃ
১,আহ্বায়ক : শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
২,যুগ্ন আহ্বায়ক : হাসানুজ্জামান কামরুল
৩,যুগ্ন আহ্বায়ক : এড কামরুজ্জামান
৪,যুগ্ন আহ্বায়ক : নরুল আবছার
৫,যুগ্ন আহ্বায়ক : লায়লা শাহ
৬,যুগ্ন আহ্বায়ক : দেলোয়ার হোসেন
৭যুগ্ন সদস্য সচিব : জুয়েল আহমেদ জুয়েল
৮’যুগ্ন আহ্বায়ক : ইব্রহিম খলিল
৯, যুগ্ন আহ্বায়ক : আশরাফুল হক
১০, যুগ্ন আহ্বায়ক : মীর্জা আব্দুস সালম পিন্টু
১১, যুগ্ন আহ্বায়ক : এড আহমেদ ফারুক লিপু
১২,সদস্য সচিব : হুমায়ুন কবির
১৩,যুগ্ন সদস্য সচিব : আবুল বাসার
১৪,যুগ্ন সদস্য সচিব : মসিউর রহমান
১৫,যুগ্ন সদস্য সচিব : শাহজাহান ভুইয়া মিলন
১৬,যুগ্ন সদস্য সচিব : আনোয়ার হোসেন
১৭, যুগ্ন সদস্য সচিব : আজিজুল ইসলাম রাজু
১৮, যুগ্ন সদস্য সচিব : আশরাফুল আলম রিকন
১৯,যুগ্ন সদস্য সচিব : সাইফুল ইসলাম সরকার
২০,সদস্য প্রচার : জায়েদুল হক মুকুল
২১,সদস্য প্রচার : খান রবিন
২২,সদস্য প্রচার : নিরব খান
২৩,সদস্য প্রচার : সোহাগ খান
২৪,সদস্য প্রচার : সোহানুর রহমান ইমন
২৫ সদস্য প্রচার : আরিফ আহমেদ আরফিন
২৬,সদস্য প্রচার : সাব্বির হোসেন রাজু
২৭,সদস্য প্রচার : আব্দুল আলিম
২৮,সদস্য : আনিমুর রহমান সালাম
২৯, সদস্য : মেহরাজ উদ্দিন লিটন
৩০, সদস্য : মাহমুদুল হাসান
৩১,সদস্য : রুহুল আমিন রাহুল
৩২,সদস্য : রুহুল আমিন
৩৩, সদস্য : শরিফ পাইক
৩৪, সদস্য : আবুল কালাম
৩৫,সদস্য : জুয়েল খান
৩৬,সদস্য : হাসান কবির
৩৭, সদস্য : রোমান উদ্দিন
৩৮,সদস্য : আবু সালেহ
৩৯সদস্য : সেলিম খান
৪০,সদস্য : মাহিনুর হাসান মামুন
৪১সদস্য : এস এম এমদাদুল ভুইয়া আজাদ
৪২, সদস্য : আবু সাঈদ ভুইয়া
৪৩,সদস্য : কাউসার চৌধুরী
৪৪,সদস্য : মনিরুল হক মিন্টু
৪৫,সদস্য : মাসুমুদ হাসান জুয়েল
৪৬, সদস্য : রেজাউল করিম রিপন
৪৭,সদস্য : শেখ মেনন
৪৮,সদস্য : শরিফ মাহমুদ
৪৯,সদস্য : খন্দকার তোফাজ্জল হোসেন
৫০,সদস্য : মীর্জা সাজ্জাদ হসোন
৫১,সদস্য : আনিসুর রহমান
৫২, সদস্য : মো মাসুদ চান
৫৩,সদস্য : মুকুল চান
৫৪,সদস্য : সৈয়দা শামীমা জামান
৫৫,সদস্য : মেরিন খান
৫৬,সদস্য : সুহানুর রহমান ইমন
৫৭,সদস্য : কালাম খান লোকমান
৫৮,সদস্য :মো লিমন
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহবায়ক কমিটির নেত্রীবৃন্দ বলেন, আমাদের প্রধান ও মূল্য আসন্ন নির্বাচনের পূর্বে বেগম জিয়া কে কারাগার থেকে মুক্ত করে বিএনপি খালেদা জিয়াকে নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাকে ছাড়া দেশে কোন অর্থবহ নির্বাচন হবে না।
আমরা নির্বাচনকালীন সহায়ক সরকার চাই, আমরা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের জনগণের আশা আকাংখার প্রতিফলন ঘটবে।