জাকির হোসেন সুমন : সাান লরেন্সো মাঠে মনফালকনে সিটি খলিল হোসাইনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ।উক্ত-খেলায় ভাই ভাই- একাদশ ৩-১গোলে মনফি ইউনাইটেডকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষ সংগঠক সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ত্ব জনাব ফরিদুল ইসলাম আনিছ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা স্কুল মনফালকনের প্রধান শিক্ষিকা সাজিয়া আইরিন, B.B.N.s.r.l.এর কর্নধার কামাল উজ্জামান, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েল ফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল, উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন এর মহিলা বিষয়ক সম্পাদিকা মুর্শিদা বেগম, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আক্তার হোসেন
খোকন,আরিফুজ্জামান মনফালকনে সিটির উদীয়মান তরুন সমাজ সেবক শফিক ভুঁইয়া,হামিম হোসাইন মো: ইসমাইল, সজিব,মারুফ,সাদ্দাম হোসেন,মিজান প্রমুখ।আয়োজকদের আসস্থ করে প্রধান অতিথি বলেন যত দ্রুত সম্ভব মনফালকনের সকল দল থেকে সমন্বয় করে একটি বাংলাদেশী ফুটবল দল গঠন করা যারা বিভিন্ন প্রভিন্সে আয়োজিত টুর্নামেন্টে মনফালকনের প্রতিনিধিত্ব করবেন।এ ব্যাপারে তিনি যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।
সর্বশেষ সংবাদ
ইতালীর মনফালকনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ