আলোচনা অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান, শিশু-কিশোরদের হামদ নাত, ইদ সেলামি ইত্যাদি নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স স্বাধীনতা দিবস উদযাপন করে। সোমবার (১০ এপ্রিল) রাজধানী প্যারিস লাগোয়া ওবারভিলিয়ে উপশহরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এমন আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের সভাপতি এলান খান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামিলীগ এর সভােতি এম এ কাশেম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন আরমান চৌধুরী রহমত উল্লাহ সুজন, ওআই রিয়াদ, ইব্রাহিম হাসান, ওয়াদুদ খান, আতিক আল হাসান, আবদুল্লাহ আল তায়েফ, রেজাউল করিম রাজু, ফারুক সোয়েব।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসেন সাইফুল, নজমুল কবির
এম সি রুমেল,চৌধুরী মারুফ অমিত।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা, নিয়াজ উদ্দিন চৌধুরী হিরা
সভাপতি এলান খান চৌধুরী
সহ সভাপতি জুয়েল ডি আর লেলিন
সহ সভাপতি মো ইব্রাহিম
সহ সভাপতি মাসুদ আল আজাদ, সেক্রেটারি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব খান, সাংস্কৃতিক সম্পাদক ফরিদুর রেজা সাগর, এ এম আমান উল্লাহ রাজিব, মো: হেলাল, ফরহাদ আহামেদ, ইসমাইল, শর্মী মুসুদ্ধি, বোরহান খান চৌধুরী।
যে বাচ্চাদের জন্য আয়োজন তারা হলো,
আদিফা আহসান নাবী
আয়শা বিন্তে তায়েফ
নুরেন আবদুল্লা চৌধুরী
ইশা খান চৌধুরী
মিয়াজি তানভীর
সকাল দাস
জুনাইরা জুহুরা আলম
মিয়াজি তৌফিক
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি এলান খান চৌধুরী।