আগামীকাল শুক্রবার ফ্রান্স সময় বিকাল ৪টায় বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে এবারের আসরের অন্যতম ফেবারিট ফ্রান্স। কিন্তু লেটিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি উরুগুয়ের সাথে ফ্রান্সের রেকর্ড বেশি ভাল নয়। তবে ফ্রান্সের পক্ষে তাদের তারকা স্ট্রাইকার এন্তনিয় গ্রিজমান প্রথম গোল করলে উরুগুয়ের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যেতে পারে। কারন গ্রিজমান প্রথম গোল করলে সে ম্যাচ যে ফ্রান্স হারে না!
এ পর্যন্ত ফ্রান্স-উরুগুয়ে ৮ বার পরস্পরের মুখোমুখি হয়েছে, এর মধ্যে তিনবার জয় তুলে নিয়েছে প্রথম বিশ্বাকাপ জেতা দলটি। ৪ বার ম্যাচ ড্র হয়েছে। আর ফ্রান্স ১৯৮৫ সালে একবার কেবল লেটিন ফুটবলের এ পরাশক্তিকে হারাতে পেরেছে।
আবার ফরাসিরা উরুগুয়ের বিপক্ষে প্রায় ৭ ঘন্টা ধরে গোল বঞ্চিত আছে। দল দুটির সর্বশেষ ৫ দেখায় উরুগুয়ের জালে বল জড়াতে পারেনি লে ব্লুজরা। সর্বশেষ ২০০২ ও ২০১০ বিশ্বকাপে কোন দলই জয় পায়নি। আবার ২০০৮ ও ২০১২ সালের দুটি প্রিতি ম্যাচও গোল শুন্য ড্র হয়। তবে ২০১৩ সালের প্রিতি ম্যাচে উরুগুয়ে ১-০ ব্যবধানে জয় পায়। ফলে সর্বশেষ ৩৯৪ মিনিটে উরুগুয়ের জালে বল স্পর্শ করাতে পারেনি এম্বাপেরা।
তবে ফ্রান্সের পক্ষে তাদের তারকা স্ট্রাইকার এন্তনিয় গ্রিজমান প্রথম গোল করলে উরুগুয়ের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যেতে পারে। কারন গ্রিজমান প্রথম গোল করলে সে ম্যাচ যে ফ্রান্স হারে না! সর্বশেষ ১৮ ম্যাচে এমনই হয়েছে।
সর্বশেষ সংবাদ
উরুগুয়ের সাথে ফ্রান্সের রেকর্ড কি বলে?
ট্যাগস :