নিজনি নভগোরোদ স্টেডিয়ামে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার (৬ জুলাই) ফ্রান্স সময় বিকাল চারটায় মুখোমুখি হয় ফ্রান্স ও উরুগুয়ে। শুরু থেকে উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে পড়ে দু‘দলের রক্ষণভাগ। অবশেষে সফল হতে থাকে ফ্রান্স। প্রথমার্ধে ১ গোল, দ্বিতীয়ার্ধে ১ গোল। আর তাতে এবারের বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল দু’টি করেন রাফায়েল ভারানে ও আঁতোয়া গ্রিজমান।
বিশ্বকাপে শেষ যে ৬টি কোয়ার্টার ফাইনালে খেলেছে উরুগুয়ে তার মধ্যে কেবল একবার সেমি ফাইনালে জয় পায়নি। সেটি ১৯৬৬ বিশ্বকাপের পশ্চিম জার্মানির কাছে হারে। এবার ফরাসিদের কাছে হেরে শেষ আট থেকে বিদায় নিল লাতিন আমেরিকার এ দলটি।