মামুন মাহিনঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনসিপির কেন্দ্রীয় সদস্য (দপ্তর) মোহাম্মদ উসামা ছয় মাস মেয়াদি ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ব্যাংকিং পেশাজীবী চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। সদস্য সচিব হয়েছেন তরুণ রাজনীতিক মো. শাহপরান আহম্মেদ শাকিল।
যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন ফরমান উল্লাহ এবং মনোয়ার হোসাইন। মূখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন এস এম মাসরুখ উদ্দীন।
আঞ্চলিক সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন গবেষক ইশতিয়াক আকিব এবং আলাউদ্দিন আল মামুন। কার্যনিবাহী সচিব হিসেবে আছেন মুকুট আ. কাইয়ুম এবং অর্থ সচিব মোহাম্মদ আল কাইয়ুম।
যোগাযোগ সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন তরুণ নারী নেত্রী রাবেয়া বসরী রাইসা। প্রচার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাফওয়াত হোসেন (রাব্বী রাজ)।
নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে হোসাইন রেজওয়ান, মোঃ সাকিব হোসেন, মারুফ আহমেদ, মোঃ মাজহারুল হক, রাকিব হোসাইন এবং আফজাল হোসেন আলভীকে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের শুরুর দিকে প্রতিষ্ঠিত ডায়াস্পোরা অ্যালায়েন্স মূলত প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করে রাষ্ট্র পুনর্গঠনে সম্পৃক্ত করার লক্ষ্যেই কাজ করছে।
দলটি জানায়, ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ একটি স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনা করবে। এর মূল উদ্দেশ্য হলো নতুন বাংলাদেশের নির্মাণে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করা।