ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৬৫ বছরের ঊর্ধ্বদের জন্য ফরাসি ভাষা ও নাগরিক শিক্ষা পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পর্তুগাল-বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আনন্দ ভ্রমণ কারাদণ্ড কার্যকরের আগে এলিসি প্রাসাদে পূর্বসূরি সারকোজিকে আমন্ত্রণ জানালেন ম্যাক্রোঁ লুভর জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি: ফ্রান্সে দোষারোপের রাজনীতি তুঙ্গে বিশ্ববিখ্যাত প্যারিস ল্যুভর জাদুঘরে চুরি ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা দেড় হাজারের বেশি মানুষের অংশগ্রহনে লন্ডনে অনুষ্ঠিত হলো ১২তম মুসলিম চ্যারিটি রান বিগত ১১৭ বছরের সব দলিল অনলাইনে যাচ্ছে, ভূমি মালিকদের করণীয় তরুণদের বিদেশমুখিতা: সুযোগ না সংকট? ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক সতর্কবার্তা”

এ কেমন নিষ্টুর রাজনীতি

  • আপডেট সময় ০৯:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ৪৬৮ বার পড়া হয়েছে

হাজী হাবীব:- দিনে দিনে  বাংলাদেশের রাজনীতি অভিশপ্ত হয়ে উঠছে ! গতকাল দেশের মিডিয়ায় একটি খবর ছিল একদা বিএনপির এক শীর্ষ স্থানিয় নেতা হারিস চৌধুরীর মারা গেছেন, তাও আবার ৩ মাস আগে অথচ তার মৃত্যুর খবর তার নেতাকর্মী, আত্বিয় স্বজন সসর্বোপরি দেশের জনগণ জানেন না !!

নতুন নতুন ইতিহাস রচিত হচ্ছে দেশের রাজনীতির প্রেক্ষপটে। এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, হান্নান শাহ, মওদুদ আহমেদ, সামছুল ইসলাম, আব্দুল মান্নান, চৌধুরী ইবনে কামাল সহ অগনিতপ্রবীন রাজনীতিবীদ গন মামলা, হামলা স্বাস্থ্য সেবা বিহীন হুলিয়া মাথায় নিয়ে ধুকে ধুকে চলে গেলেন এ পৃথিবি ছেড়ে।

ইলিয়াছ আলি, চৌধুরী আলম দিনার আহমদ আজমী, আরমানদের মতো শত শত মানুষ ঘুম হয়ে গেল, নিঁখোজ রয়ে গেল, তারা কোথায় পরিবার পরিজন জানলো না, কোথায় তাদের লাস কোথায় তাদের কবর, কোথায় তারা বন্ধি ? তাদের কবর স্থান পাইলেও শান্তনা ছিল যে, আত্বিয় স্বজন শুভাখাংকি, কবরের পাশে দাড়াইয়া ফাতেহা পাঠ করতে পারলে।

সালাউদ্দিন আহমদ, সুখ রঞ্জন বালি সহ কতজন ইন্ডিয়ার মাঠে ঘাটে, জেলে পড়ে আছেন তার হিসাব আছে কারো কাছে ? রাজনীতিবিদরা বাংলাদেশের মাটি মানুষের রাজনীতি না করে প্রতিহিংসাপরায়ণ হয়ে নি:শেষ করে দিয়েছে একটি জাতি গোষ্টির হাজার বছরের ভ্রাত্রিত্ববোধ আর সহনশীলতা! জনগণের  বুঝতে বাকি নেই আমরা আর ইন্ডিয়া যত কাচাকাচি ততই আপন জন এদেশের জেল আর ইন্ডিয়ার জেলে একাকার পাতাল পথ রয়েছে যেন? এদেশে গুম হলে ঐ দেশে ভেসে উঠে !!

কতদিন চলবে এমন অরাজকতা কারো পৌষ মাস কারো সর্বনাশ ? এদেশে ন্যায় বিচার পেতে হলে ক্ষমতায় যেতে হবে ! ক্ষমতা না থাকলে এদেশে বিচারের বানী নিভৃতে কাঁদে, নিরবে চোখের জলই হবে চির সাথী যারা হারিয়েছে আপনজন আপন ধন, যেমন উপজেলা চেয়ার ম্যান একরামুল, যুবলীগ নেতা ইব্রাহীম, পৌর চেয়ারম্যান লুকমান নারায়নগঞ্জের সাত মার্ডার সহ খুন হওয়া হাজার হাজার মানুষ।

হালের ফ্রান্সের প্রধান মন্ত্রী লিয়নেল জজপা, প্রেসিডন্ট ফ্রন্সোয়া হলাদ, ব্রিটেনের গর্ডন ব্রাউন, ডেবিড ক্যামেরুন,
আমেরিকার প্রেসিডন্ট ডাব্লিউ জর্জ বুস, বিল ক্লিনিক বারাক উবামা সাংবিধানিক বাধ্যবাদকতায় কিংবা জনগন কর্তৃক ভোটে হেরে গেলে কোথায় যেন হারিয়ে যায় পরিপূর্ন সম্মান নিয়ে।

আর আমাদের সোনার দেশের সোনারা, রাজনীদিবীদ ক্ষমতায় থাকলে জীবনের শেষ দিন পর্যন্ত পাওয়ার নিয়ে, পদ পদবী নিয়ে কবরে যেতে চায় বা যায়। ক্ষমতা আর পদের দাপট চলে সামন্তরাল যুগের পর যুগ কাঙ্গালের মতো যেত তৃপ্তি তাদের নসীবে আল্লাহ লেখেন নাই ! সর্বদায় ফুস ফাস করতে থাকে চলতে থাকে।

একবার ভেবে দেখুন শামীম উসমানরা ক্ষমতা হারালে দেশের মাঠি হারাম হয়ে যায়, কানাডা হয় আবাসস্থল, ক্ষমতায় না থাকলে ক্ষমতাধর দুর্দান্ত দাপটে নেতা হারিস চৌধুর কখন কোথায় মারা গেলেন কেউ জানেনা !!

তবে যুগে যুগে মঈন ইউ আহমেদ, ফখর উদ্দিন, হাসান মাহমুদ খন্দকার, বেন্জির আহমদ, আব্দুল আজিজরা যুগ যুগ বেছে থাকে আয়েশে।

যারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত নাসিম আহমেদ, সুহেল তাজ, মতিয়া চৌধুরীকে পিটায়, তাঁরাই চিপহুইপ জয়নাল আবেদীন, শাম্মি আক্তারদেরকে পিটায় একেমন রাজনীতি ??

সুইস ব্যাংক ভরে রাখা আর বেগম পাড়া তৈরী কারিরা থাকবে যোগ যোগ সুখে ১৮ কোটি জনগনের রক্তশুষে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

এ কেমন নিষ্টুর রাজনীতি

আপডেট সময় ০৯:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২

হাজী হাবীব:- দিনে দিনে  বাংলাদেশের রাজনীতি অভিশপ্ত হয়ে উঠছে ! গতকাল দেশের মিডিয়ায় একটি খবর ছিল একদা বিএনপির এক শীর্ষ স্থানিয় নেতা হারিস চৌধুরীর মারা গেছেন, তাও আবার ৩ মাস আগে অথচ তার মৃত্যুর খবর তার নেতাকর্মী, আত্বিয় স্বজন সসর্বোপরি দেশের জনগণ জানেন না !!

নতুন নতুন ইতিহাস রচিত হচ্ছে দেশের রাজনীতির প্রেক্ষপটে। এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, হান্নান শাহ, মওদুদ আহমেদ, সামছুল ইসলাম, আব্দুল মান্নান, চৌধুরী ইবনে কামাল সহ অগনিতপ্রবীন রাজনীতিবীদ গন মামলা, হামলা স্বাস্থ্য সেবা বিহীন হুলিয়া মাথায় নিয়ে ধুকে ধুকে চলে গেলেন এ পৃথিবি ছেড়ে।

ইলিয়াছ আলি, চৌধুরী আলম দিনার আহমদ আজমী, আরমানদের মতো শত শত মানুষ ঘুম হয়ে গেল, নিঁখোজ রয়ে গেল, তারা কোথায় পরিবার পরিজন জানলো না, কোথায় তাদের লাস কোথায় তাদের কবর, কোথায় তারা বন্ধি ? তাদের কবর স্থান পাইলেও শান্তনা ছিল যে, আত্বিয় স্বজন শুভাখাংকি, কবরের পাশে দাড়াইয়া ফাতেহা পাঠ করতে পারলে।

সালাউদ্দিন আহমদ, সুখ রঞ্জন বালি সহ কতজন ইন্ডিয়ার মাঠে ঘাটে, জেলে পড়ে আছেন তার হিসাব আছে কারো কাছে ? রাজনীতিবিদরা বাংলাদেশের মাটি মানুষের রাজনীতি না করে প্রতিহিংসাপরায়ণ হয়ে নি:শেষ করে দিয়েছে একটি জাতি গোষ্টির হাজার বছরের ভ্রাত্রিত্ববোধ আর সহনশীলতা! জনগণের  বুঝতে বাকি নেই আমরা আর ইন্ডিয়া যত কাচাকাচি ততই আপন জন এদেশের জেল আর ইন্ডিয়ার জেলে একাকার পাতাল পথ রয়েছে যেন? এদেশে গুম হলে ঐ দেশে ভেসে উঠে !!

কতদিন চলবে এমন অরাজকতা কারো পৌষ মাস কারো সর্বনাশ ? এদেশে ন্যায় বিচার পেতে হলে ক্ষমতায় যেতে হবে ! ক্ষমতা না থাকলে এদেশে বিচারের বানী নিভৃতে কাঁদে, নিরবে চোখের জলই হবে চির সাথী যারা হারিয়েছে আপনজন আপন ধন, যেমন উপজেলা চেয়ার ম্যান একরামুল, যুবলীগ নেতা ইব্রাহীম, পৌর চেয়ারম্যান লুকমান নারায়নগঞ্জের সাত মার্ডার সহ খুন হওয়া হাজার হাজার মানুষ।

হালের ফ্রান্সের প্রধান মন্ত্রী লিয়নেল জজপা, প্রেসিডন্ট ফ্রন্সোয়া হলাদ, ব্রিটেনের গর্ডন ব্রাউন, ডেবিড ক্যামেরুন,
আমেরিকার প্রেসিডন্ট ডাব্লিউ জর্জ বুস, বিল ক্লিনিক বারাক উবামা সাংবিধানিক বাধ্যবাদকতায় কিংবা জনগন কর্তৃক ভোটে হেরে গেলে কোথায় যেন হারিয়ে যায় পরিপূর্ন সম্মান নিয়ে।

আর আমাদের সোনার দেশের সোনারা, রাজনীদিবীদ ক্ষমতায় থাকলে জীবনের শেষ দিন পর্যন্ত পাওয়ার নিয়ে, পদ পদবী নিয়ে কবরে যেতে চায় বা যায়। ক্ষমতা আর পদের দাপট চলে সামন্তরাল যুগের পর যুগ কাঙ্গালের মতো যেত তৃপ্তি তাদের নসীবে আল্লাহ লেখেন নাই ! সর্বদায় ফুস ফাস করতে থাকে চলতে থাকে।

একবার ভেবে দেখুন শামীম উসমানরা ক্ষমতা হারালে দেশের মাঠি হারাম হয়ে যায়, কানাডা হয় আবাসস্থল, ক্ষমতায় না থাকলে ক্ষমতাধর দুর্দান্ত দাপটে নেতা হারিস চৌধুর কখন কোথায় মারা গেলেন কেউ জানেনা !!

তবে যুগে যুগে মঈন ইউ আহমেদ, ফখর উদ্দিন, হাসান মাহমুদ খন্দকার, বেন্জির আহমদ, আব্দুল আজিজরা যুগ যুগ বেছে থাকে আয়েশে।

যারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত নাসিম আহমেদ, সুহেল তাজ, মতিয়া চৌধুরীকে পিটায়, তাঁরাই চিপহুইপ জয়নাল আবেদীন, শাম্মি আক্তারদেরকে পিটায় একেমন রাজনীতি ??

সুইস ব্যাংক ভরে রাখা আর বেগম পাড়া তৈরী কারিরা থাকবে যোগ যোগ সুখে ১৮ কোটি জনগনের রক্তশুষে।