বালাগঞ্জ প্রতিনিধিঃ জনপ্রিয় অনলাইন পত্রিকা “বালাগঞ্জ প্রতিদিন” এর প্রধান সম্পাদক,যুক্তরাজ্য প্রবাসী কবি ও সাংবাদিক মুহাম্মাদ শরীফুজ্জামানের সাথে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুহাম্মাদ শরীফুজ্জামান বলেন, এলাকা তথা দেশের উন্নয়নের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই।
দেশ-বিদেশে বালাগঞ্জবাসী ঐক্যবদ্ধ থাকার সুফল আমরা অতীতে অনেক পেয়েছি। যার ফলে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, কোনো ভালো উদ্যোগের জন্য একটি মানুষের শুধু ভাল মন মানসিকতাই যথেষ্ট। তা থাকলেই দেশ ও এলাকার জন্য ভাল কিছু করা যায়। আর সাংবাদিকদের বলা হয় জাতীর বিবেক। তাই মানুষের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
আমরা প্রবাসীরা হৃদয়ের টানে বালাগঞ্জের উন্নয়নে আপনাদের পাশে থাকবো।
বৃহস্পতিবার (৪এপ্রিল) বিকেলে উপজেলা প্রেসক্লাব’র অস্থায়ী কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বালাগঞ্জের সার্বিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন। এবং আগামী দিনে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন।
সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করে ক্লাবের সহ-সভাপতি হুসাইন আহমদ, যুগ্ন-সাধারণ সম্পাদক এমএ কাদির,
অর্থ সম্পাদক এসএম হেলাল, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ ও শিক্ষক মো. আব্দুল ওয়াহিদ।